ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাশ্মীরে প্রবল বর্ষণ, ভূমিধসে ১৭ জনের প্রাণহানি

প্রকাশিত: ০৬:২৪, ৩১ মার্চ ২০১৫

কাশ্মীরে প্রবল বর্ষণ, ভূমিধসে ১৭ জনের প্রাণহানি

ভারত শাসিত কাশ্মীরে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে সোমবার অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। শনিবার থেকে প্রবল বর্ষণের ফলে দক্ষিণ কাশ্মীরে বিপদসীমার ওপর দিয়ে বইছে ঝিলম নদ। ঝিলমের সঙ্গে সঙ্গেই দ্রুত পানি বাড়ছে এর শাখা নদীগুলোর। এ পরিস্থিতিতে সোমবার জম্মু-কাশ্মীরে বন্যা সতর্কতা ঘোষণা করেছে রাজ্য সরকার। খবর এএফপি ও জি নিউজের। ওই এলাকার পুলিশের মহাপরিদর্শক (্আইজি) জাভিদ মুজতবা গিলানী বলেছেন, ভূমিধসে ১৬ জন চাপা পড়েছে। সেনা সদস্য ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে ৪০ কিলোমিটার দূরে লেধান গ্রামে সোমবার সকালে ঘুমন্ত তিন পরিবারের ওপর পাহাড় ধসে পড়ে। এক প্রতিবেশী মুস্তাক আহমেদ বলেন, এটি বড় ধরনের ভূমিধস। পুরো বাড়ি মাটিতে চাপা পড়েছে। ফ্রান্সের স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীনদের বিপর্যয় ফ্রান্সের রক্ষণশীল ইউএমপি পার্টি এবং মিত্ররা চূড়ান্ত দফা স্থানীয় (ডিপার্টমেন্টাল) নির্বাচনে দৃশ্যত এগিয়ে আছে। সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির নেতৃত্বাধীন ইউএমপি অন্তত ৬৫টি স্থানীয় কাউন্সিলে নিশ্চিতভাবে জয়লাভ করতে যাচ্ছে বলে বুথ ফেরত জরিপে প্রতীয়মান হয়। বর্তমানে স্থানীয় নির্বাচনে তাদের আসন ৪১টি। ২০১৭’র প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচনের ফলাফলের প্রতি বিশেষ মনোযোগ দেয়া হচ্ছে। ম্যারাইন ল্য পেনের কট্টর দক্ষিণপন্থী ন্যাশনাল ফ্রন্টও নির্বাচনে সাফল্য অর্জন করেছে। -বিবিসি।
×