ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্ধারিত বয়সের আগেই বিয়ে হচ্ছে ৬৬ শতাংশ

প্রকাশিত: ০৬:৫৭, ৩১ মার্চ ২০১৫

নির্ধারিত বয়সের আগেই বিয়ে হচ্ছে ৬৬ শতাংশ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রশাসনের কঠোর নজরদারি সত্ত্বেও কমছে না বাল্যবিয়ে। এখনও নির্ধারিত বয়সের আগেই বিয়ে হচ্ছে প্রায় ৬৬ শতাংশ কিশোর-কিশোরীর। তবে কিশোরীর সংখ্যায় বেশি। সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাল্যবিয়ে নিরোধে করণীয় শীর্ষক সেমিনারে এ সব তথ্য উঠে এসেছে। জেলা নিকাহ্ রেজিস্টার ও কাজী কল্যাণ সমিতি এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি, জেলা রেজিস্টার মীর মাহবুব মেহেদী ও বেসরকারী সংগঠন ব্লাস্টের আঞ্চলিক সমন্বয়কারী এ্যাডভোকেট আব্দুস সামাদ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় নিকাহ্ রেজিস্টার ও কাজী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারী। সেমিনারে জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত নিকাহ্ রেজিস্টার, নোটারি পাবলিকের এ্যাডভোকেট ও আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। জাফলংয়ে পাথর উত্তোলনকালে মাটি চাপায় নিহত এক স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সোমবার সকাল সাড়ে ৭টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে গর্তের ভেতর মাটিচাপা পড়ে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। জানা যায়, জাফলংয়ের পিয়াইন নদীর বিভিন্ন স্থানে গর্ত করে মাটির নিচ থেকে পাথর উত্তোলন করা হয়। ঘটনার সময় বল্লাঘাট এলাকায় মাটি খুঁড়ে পাথর উত্তোলন করছিলেন ৭ শ্রমিক। হঠাৎ করে উপর থেকে মাটি ধসে পড়লে ঘটনাস্থলেই আহমদ আলী (৩৫) নামের এক শ্রমিক মারা যান। আহত হন আরও দুই শ্রমিক। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এর আগে একইভাবে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে গর্ত করে পাথর তুলতে গিয়ে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে।
×