ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ আহত ২০

প্রকাশিত: ০৭:০৭, ৩১ মার্চ ২০১৫

বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ আহত ২০

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চৌধুরী বংশের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী এ সংর্ঘষ চলাকালে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার রাতে উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষের আহতদের মোল্লাহাট ও পার্শ্ববর্তী গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, স্থানীয় চৌধুরী বংশের এনায়েত গ্রুপের সঙ্গে প্রতিদ্বন্দ্বী কাওসার চৌধুরী গ্রুপের সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে সিংগাতি বাজার মোড়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংর্ঘষে উভয় গ্রুপ ঢাল-সড়কি, লাঠি-সোঁটা নিয়ে দফায় দফায় হামলা চালায়। রাঙ্গামাটিতে দুই গৃহবধূ অপহরণ নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ৩০ মার্চ ॥ জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম এলাকা করেঙ্গাতলী থেকে জনসংহতি সমিতির ক্যাডাররা ২ উপজাতি মহিলাকে অপহরণ ও ৪ গ্রামবাসীকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। অপহৃতরা হলেনÑ নিবারণ চাকমার স্ত্রী নিতু চাকমা (২৭) ও সুনীল চাকমার স্ত্রী ইতি চাকমা (২৬)। নির্যাতিতরা হলেনÑ জোসময় তালুকদার, ধংগা চাকমা, রেবতী রঞ্জন চাকমা ও চুংগা চাকমা। এ ঘটনাটি রোববার বিকেলে ঘটেছে বলে ইউপিডিএফ রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক উজ্বল স্মৃতি চাকমা ওইদিন রাতে এক বিবৃতিতে এ তথ্য জানান। ডিজিটাল মেলা নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৩০ মার্চ ॥ ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২ দিনব্যাপী ডিজিটাল মেলা সোমবার শুরু হয়েছে। মেলায় ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, উপজেলা তথ্য সেন্টারসহ ১০টি স্টল বসেছে। জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেন মেলার উদ্বোধন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, সহকারী কমিশনার ভূমি মোঃ আতাহার মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান। নিরাপদ মাতৃত্ব বিষয়ে সংলাপ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে নিরাপদ মাতৃত্ব বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাগেরহাট প্রেসক্লাবে অধ্যক্ষ মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে এ সংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সিএসএস নিরাপদ মাতৃত্ববিষয়ক এ্যাডভোকেসি প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়। সংলাপে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ বাকীর হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন পারভীন আহম্মেদ, ডাঃ বিদ্যুত কান্তি পাল, মোহাম্মদ আলী সিদ্দিকী, সাজ্জাতুর রহিম পান্থ, ডাঃ সাইফুল ইমাম, শেখ কবির হোসেন, রোবায়েদ করিম, মোঃ আল-আমিন প্রমুখ।
×