ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ০৭:১২, ৩১ মার্চ ২০১৫

বাউবি’র এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৩০ মার্চ ॥ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০১৩ সালের এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল গ্রেডিং পদ্ধতিতে সোমবার প্রকাশ করা হয়েছে। এইচএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ১ লাখ ৪৩ হাজার ৮১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২য় বর্ষে মোট ৫৩ হাজার ৬০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ৩৭ হাজার ৫৪৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার ৭০ দশমিক ০৪ ভাগ। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে দু’জন ‘এ’+, ৩৬৮ জন ‘এ,‘ ২,৫৬২ জন ‘এÑ’ , ৭,৯০৭ জন ‘বি’, ২০,৭৪৭ জন ‘সি’ এবং ৫,৯৬০ জন ‘ডি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। ফলাফল বাউবি’র সকল স্টাডি সেন্টারে পাওয়া যাবে। চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের জিপিএ (এচঅ) নড়ঁ.ধপ.নফ এবং ১ম ও ২য় বর্ষের ফলাফল বীধস.নড়ঁ.বফঁ.নফ ঠিকানায় পাওয়া যাবে। নওগাঁয় সেই প্রধান শিক্ষককে রক্ষায় দৌড়ঝাঁপ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩০ মার্চ ॥ স্কুলের কোমলমতি হিন্দু শিক্ষার্থীদের কৌশলে গরুর মাংস খাওয়ানো সেই জামায়াত সমর্থিত নওগাঁর বদলগাছী উপজেলা সদরের সোহাসা সূর্য্যমুখী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তারকে ওই স্কুলেই বহাল রাখার জন্য জামায়াত-বিএনপির নেতাকর্মীরা দৌড়-ঝাঁপ শুরু করেছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিএনপি কর্মী বেলাল হোসেন হিন্দু অভিভাবকদের অভিযোগ তুলে নিতে চাপ সৃষ্টি করছে। বিএনপি-জামায়াতের পাশাপাশি কতিপয় আওয়ামী লীগ নামধারী নেতাও ওই জামায়াত সমর্থিত শিক্ষকের পক্ষে কথা বলছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। বৃহস্পতিবার এ ব্যাপারে জনকণ্ঠে সংবাদ প্রকাশ হলে ওই প্রধান শিক্ষক ও তার সমর্থকরা ঘটনার সত্যতা জেনেও স্থানীয় পত্রিকায় প্রতিবাদ ছাপাতে মরিয়া হয়ে ওঠেছে। স্থানীয় সূত্রগুলো জানায়, ওই মজলিশে স্কুলের শিক্ষক বা শিক্ষার্থীদের কোন দাওয়াত ছিল না। কিন্তু ওই প্রধান শিক্ষক আব্দুস সাত্তার সম্পূর্ণ সাম্প্রদায়িকতাকে ভর করে স্কুলের শিক্ষার্থীদের ওই বাড়িতে দাওয়াত আছে বলে খেতে পাঠায়। কোমলমতি শিশুরা জানতো না সেখানে গো-মাংস রান্না হয়েছে।
×