ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাছির ও গৃহায়ন মন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রকাশিত: ০৫:৪৫, ১ এপ্রিল ২০১৫

নাছির ও গৃহায়ন মন্ত্রীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে বিএনপি সমার্থত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন। মঙ্গলবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ ব্যাপারে তিনটি অভিযোগ দাখিল করা হয়। এতে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচার শুরু করা হয়েছে মর্মে অভিযোগ আনা হয়। চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষে লিখিতভাবে এ অভিযোগগুলো দাখিল করেন আবদুল ওয়াহাব কাশেমী। তিনি প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের বিরুদ্ধে দুটি এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন। আ জ ম নাছিরের বিরুদ্দে করা একটি অভিযোগে বলা হয়, আচরণ বিধিমালা ২০১০-এর ৬ ধারার ৪(ক) উপধারা লঙ্ঘন করে এই প্রার্থী গত ২৯ মার্চ দু’শতাধিক মোটরসাইকেল ও মোটরযান শোভাযাত্রাসহকারে মনোনয়নপত্র দাখিল করেছেন, যা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। অপর এক অভিযোগে বলা হয়েছে, আচরণবিধিমালা লঙ্ঘন করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির নগরীর ডিসি রোডের পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ডে নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। এ খবরটিও পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে বলা হয়, গত ২৯ মার্চ নগরীর হালিশহর এলাকায় তিনি আ জ ম নাছির উদ্দিনের পক্ষে ভোট আদায়ের জন্য নগরীর জলাবদ্ধতা দূরীকরণের প্রতিশ্রুতি প্রদান করেছেন। এটি নির্বাচন বিধিমালা ২০১০-এর ৪ ধারার স্পষ্ট লঙ্ঘন। আচরণবিধিমালায় উল্লেখ রয়েছে যে, ভোটগ্রহণের নির্ধারিত তারিখের ২১ দিন পূর্বে নির্বাচনী প্রচার শুরু করা যাবে না। অভিযোগগুলো উপস্থাপন করে এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য রিটার্নিং অফিসারের কাছে অনুরোধ জানানো হয়।
×