ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রবেশপত্রে ছবি ঠিক নেই

কলাপাড়ায় পাঁচ আলিম পরীক্ষার্থী বিপাকে

প্রকাশিত: ০৭:০৩, ১ এপ্রিল ২০১৫

কলাপাড়ায় পাঁচ আলিম পরীক্ষার্থী বিপাকে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩১ মার্চ ॥ মোহাম্মদ আলী এ বছর আলিম পরীক্ষার্থী। পহেলা এপ্রিল তার পরীক্ষা শুরু হচ্ছে। খেপুপাড়া নেছারুদ্দিন ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। মঙ্গলবার প্রবেশপত্র সংগ্রহ করেছে। প্রবেশপত্রে তার রোল নম্বর-১৪৯৩৮১, রেজিস্ট্রেশন নম্বরসহ সব তথ্য ঠিকঠাক রয়েছে। কিন্তু প্রবেশপত্রে তার ছবির পরিবর্তে রয়েছে আরেক পরীক্ষার্থী আলীমের ছবি। একই অবস্থা পরক্ষার্থী মিরাজ, নুরুল আলম ও আলীমের। এছাড়া আব্দুল্লাহর প্রবেশপত্র আসেনি। তার ফরম ফিলাপ হয়নি। এদের পরীক্ষা দেয়া অনিশ্চয়তায় রয়েছে। এ সব পরীক্ষার্থী এখন দু’চোখে সর্ষেফুল দেখছেন। মঙ্গলবার মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুঃ নাছির আহমদের কাছে গিয়েছে। তিনি সবকিছু ঠিকঠাক করতে প্রত্যেকের খরচ বাবদ ১২শ’ টাকা এবং যে শিক্ষককে পাঠাবেন তার বোর্ডে যাওয়া-আসার খরচও দিতে হবে বলা হয়েছে। শিক্ষকরা যাই বলুক না কেন পাঁচ শিক্ষার্থী বিমর্ষ হয়ে পড়েছেন। এ ব্যাপারে মুঃ নাছির আহমদ জানান, এদের কাগজপত্র দুই/তিন দিনের মধ্যে ঠিক করে দেয়া হবে। পরীক্ষা দিতে কোন সমস্যা নেই। বাইরের কম্পিউটার দোকান থেকে করানোর কারণে এ সমস্যা হয়েছে বলে তার দাবি। এছাড়া আব্দুল্লাহর ফরম ফিলাম হয়নি কেন- এর উত্তরে তিনি দাবি করেন, ওই শিক্ষার্থীর ফরম ফিলাপ সংক্রান্ত বিষয় কোন শিক্ষকের জানা নেই। নারায়ণগঞ্জে লুণ্ঠিত মালামালসহ ৯ ডাকাত আটক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের বন্দরে রফতানিমুখী ভোজ্য তেল উৎপাদনকারী কারখানা থেকে ডাকাতি করে নেয়া বিপুল পরিমাণ সরিষার তেলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মোখলেছুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মোখলেছুর রহমান জানান, গত ৩ মার্চ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় রাজকামাল এভারবেস্ট কর্পোরেশন লিমিটেডে একদল ডাকাত হানা দিয়ে রফতানির জন্য উৎপাদিত বিপুল পরিমাণ সরিষারসহ বিভিন্ন মালামাল ডাকাতি করে নেয়। মঙ্গলবার ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর, ফতুল্লার লামাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ডাকাতির সঙ্গে জড়িত ৯ জনকে।
×