ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাইওনিয়ার ফুটবল সুপার লীগ ২০ দল নিয়ে

প্রকাশিত: ০৬:১১, ২ এপ্রিল ২০১৫

পাইওনিয়ার ফুটবল সুপার লীগ ২০ দল নিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী শুক্রবার থেকে চার ভেন্যুতে (আউটার স্টেডিয়াম, মিরপুর শহীদ বুদ্ধিজীবী মাঠ, সামরিক জাদুঘর মাঠ ও উত্তরা ফ্রেন্ডস ক্লাব) শুরু হচ্ছে পাইওনিয়ার ফুটবল লীগের সুপার লীগ পর্ব। লীগের ৫৯ দল থেকে সেরা ২০ দল খেলবে এই সুপার লীগে। দলগুলো ৪ গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল খেলবে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনাল খেলে চার দল যাবে সেমিফাইনালে। সেমিফাইনালের বিজয়ী দলগুলো খেলবে ফাইনালে। ফাইনালের সম্ভাব্য তারিখ ২৪ বা ২৫ এপ্রিল। চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা করে। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হয় সুপার লীগের ড্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার ও নারায়ণগঞ্জ জেলা ফুটবল সংস্থার সভাপতি আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, আহমেদ ইমতিয়াজ নকীব (ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ম্যানেজার), বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা মেহেদী হাসান খান, বর্তমান জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম এবং পাইওনিয়ার ফুটবল লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান বিজন বড়ুয়া। ড্র অনুযায়ী ‘ক’ গ্রুপে আছেÑ মাদারবাড়ী শোভনীয়া কাব, চট্টগ্রাম; লন্ডন টাইগার্স, সিলেট; বাংলাদেশ বয়েজ কাব, চট্টগ্রাম; আবদুল হাদীলেন যুব সংঘ এবং উত্তরা ফ্রেন্ডস কাব। ‘খ’ গ্রুপে খিলগাঁও জাগরণী সংসদ, হাসনাবাদ স্পোর্টিং কাব, আনসার ভিডিপি, টাঙ্গাইল ফুটবল একাডেমি এবং লালবাগ তরুণ সংঘ। ‘গ’ গ্রুপে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম, ইলু স্মৃতি সংসদ, মিরপুর স্পোর্টস এ্যান্ড ফিজিক্যাল কালচার সেন্টার, ধানম-ি ফুটবল একাডেমি, তোতা স্পোর্টস একাডেমি; ‘ঘ’ গ্রুপে ফকিরেরপুল সূর্যতরুণ সংঘ প্রথম গলি, গাজীপুর সিটি ফুটবল একাডেমি, আরামবাগ ফুটবল একাডেমি, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব এবং উত্তরণ যুব সংসদ। ড্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২০ দলের কর্মকর্তাদের ২টি করে ব্রাজুকা ফুটবল দেয় পাইওনিয়ার লীগ কমিটি।
×