ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাচ শেখাবে গুগল গ্লাস!

প্রকাশিত: ০৪:৩৩, ৩ এপ্রিল ২০১৫

নাচ শেখাবে গুগল গ্লাস!

এবার নাচ শেখাবে গুগল গ্লাস। নাাচের স্টেপ ভুল হলেই তা ধরিয়ে দেবে গ্লাসটি। এতে এমন কিছু সিস্টেম থাকবে যা একটি নির্দিষ্ট গানকে চিহ্নিত করে তার উপযোগী নাচের স্টেপ কী হতে পারে তা ব্যবহারকারীকে শিখিয়ে দেবে। এইচএমডিতে সেই নাচের স্টেপ এবং একই গানে অন্যদের নাচের ভিডিও দেখা যাবে। -ওয়েবসাইট ভূমিকম্পের আভাস পায় বন্যপ্রাণীরা ভূমিকম্পের আভাস পায় বন্যপ্রাণীরা। পেরুর ইয়ানাচাগা জাতীয় উদ্যানে বন্যপ্রাণীর আচরণ নিয়ে এ্যাংলিয়ার রাস্কিন ইউনিভার্সিটির ড. রেচেল গ্রান্টের টিমের চালানো গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। ২০১১ সালে কন্টামারায় ভূমিকম্পের ২৩ দিন আগে থেকেই সেই অঞ্চলের বন্যপ্রাণীর আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন তারা। ভূমিকম্পের আগে বাতাসে পজিটিভ আয়নের পরিমাণ বাড়ার ফলে রক্তে সিরোটোনিনের মাত্রা বেড়ে গিয়ে পশুর মধ্যে আচরণের এই পরিবর্তন হয় বলে মনে করছেন গবেষকরা। - জি নিউজ
×