ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিয়ের প্রলোভনে দৈহিক সম্পর্ক

কলাপাড়ায় গর্ভের সন্তান নষ্ট করতে বিধবাকে হুমকি

প্রকাশিত: ০৪:৩৬, ৩ এপ্রিল ২০১৫

কলাপাড়ায় গর্ভের সন্তান নষ্ট করতে বিধবাকে হুমকি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২ এপ্রিল ॥ গর্ভের অনাগত সন্তানকে রক্ষায় এবং পিতৃপরিচয় প্রতিষ্ঠার দাবিতে মামলা করে বিপাকে পড়েছেন কলাপাড়ার এক বিধবা। তিন মাসের অন্তঃস্বত্তা এ বিধবাসহ তার গোটা পরিবারকে হুমকি দেয়া হচ্ছে মামলা প্রত্যাহারের। গর্ভের সন্তান নষ্ট করতে বিয়ের প্রতিশ্রুতি ছাড়াও ৩৩ শতক জমি রেজিস্ট্রি করে দেয়ার প্রলোভন দেয়া হয়েছিল। কোন প্রলোভনে রাজি না হওয়ায় দেয়া হয় প্রাণনাশের হুমকি। বর্তমানে নিরাপত্তাহীনতার পাশাপাশি অসহায় এ মহিলা চরম বিপাকে পড়েছেন। মঙ্গলবার রাতে মামলা করায় এলাকা থেকে পালিয়েছে প্রতারক জাফর মীরা। কিন্তু তার প্রশ্রয়দাতা মালেক ফকিরসহ সাঙ্গপাঙ্গরা এখন নানা ধরনের হুমকি দিয়ে আসছে মামলা প্রত্যাহারের। কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি গ্রামের ঘটনা। বাড়ির পাশের লাল মিয়ার ছেলে জাফর মিয়া বিয়ের প্রতিশ্রুতিসহ নানা কৌশলে ওই বিধবার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। অসহায় বিধবা জানায়, যারা তার সর্বনাশের জন্য দায়ী এমন ছয় জনের নাম উল্লেখ করেছেন মামলায়। কলাপাড়া থানার ওসি মোহাঃ আজিজুর রহমান জানান, লাভলীর সব ধরনের আইনী সহায়তা দেয়া হচ্ছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। সান্তাহারে ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২ এপ্রিল ॥ অনুপযোগী অপারেশন থিযেটার, ডাক্তার না হয়েও নিজেকে ডাক্তার বলে পরিচয় প্রদান, রেজিস্টারবিহীন রোগী ভর্তি, ১০ শয্যার পরিবর্তে ৪০ শয্যা স্থাপনসহ নানা অনিয়মের কারণে বগুড়ার সান্তাহার ঢাকা রোড এলাকার বড়আখিড়ায় অবস্থিত প্রতিভা ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে দেয়া হয়েছে। সেইসঙ্গে ক্লিনিকের বর্তমান ব্যবস্থাপনা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। হঠাৎ করেই ওই ক্লিনিক পরিদর্শনকালে বগুড়ার সিভিল সার্জন ডাঃ আফজাল হোসেন তরফদার এ নির্দেশ দেন। এ সময় আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনজুর আহমদ এবং মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।
×