ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজারে বঙ্গবন্ধু সাফারি পার্কে হাতির রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ০৬:০১, ৩ এপ্রিল ২০১৫

কক্সবাজারে বঙ্গবন্ধু সাফারি পার্কে হাতির রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে একটি হাতির রহস্যজনক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার সকালে পার্কের বনকর্মীরা হাতির নির্ধারিত বেষ্টনীর অদূরে সীমানা দেয়ালের কাছে জঙ্গলে পড়ে থাকতে দেখে হাতির মৃতদেহটি উদ্ধার করে। ঘটনাটি পুলিশকে অবহিত করে পার্কের ভেতরেও হাতির মৃতদেহটি পুঁতে ফেলা হয়েছে। স্থানীয়রা জানায়, পার্কের হাতি বেষ্টনীর সীমানা দেয়াল অরক্ষিত থাকায় প্রায় সময় বন্যহাতির পাল বিনা বাধায় পার্কে ঢুকে পড়ে। ওই বিষয়টি মাথায় রেখে পাচারকারী চক্রের লোকজন ফাঁদ পেতে হাতি হত্যার মাধ্যমে দাঁত ও মূল্যবান অঙ্গ-প্রত্যঙ্গ লুটের পরিকল্পনা নেয়। স্থানীয়দের ধারণা, আগেরদিন সন্ধ্যার দিকে পাচারকারী চক্রের কতিপয় সদস্য পার্কে ঢুকে কৌশলে হাতিটিকে হত্যা করে। পরে তাঁরা মৃত হাতিটি মাদি (নারী) হওয়ার কারণে দাঁত না থাকায় সেখানে (পার্কের জঙ্গলে) ফেলে পালিয়ে যায়। সাফারি পার্কের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মোঃ নুরুল হুদা বলেন, আগের দিন যে কোন সময় হাতিটি পার্কে ঢুকে পড়ে। রাতে তার মৃত্যু ঘটে।
×