ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাংবাদিক নির্মলেন্দু ভৌমিক আর নেই

প্রকাশিত: ০৬:২০, ৪ এপ্রিল ২০১৫

সাংবাদিক নির্মলেন্দু ভৌমিক  আর নেই

স্টাফ রিপোর্টার ॥ জনকণ্ঠের সাবেক যুগ্ম বার্তা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নির্মলেন্দু ভৌমিক আর নেই। তিনি শুক্রবার সন্ধ্যা ৭টায় মিরপুরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী কাকলী ভৌমিক, এক ছেলে ও দুই মেয়ে, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছোট মেয়ে জাপান প্রবাসী। তাঁর মরদেহ শুক্রবার রাতে লালবাগের শ্মশান ঘাটে দাহ করা হয়। তাঁর সম্বন্ধী চিত্তরঞ্জন সরকার জানান, নির্মলেন্দু ভৌমিক দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। তাঁকে মিরপুরের আজমল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। বৃহস্পতিবার তাঁকে ওই হাসপাতালে রেখে ডায়ালিসিস করা হয়। অবস্থার একটু উন্নতি হলে ঐদিন তাঁকে বাসায় আনা হয়। শুক্রবার সন্ধ্যায় স্ত্রী ও ছেলেমেয়ের সঙ্গে গল্পের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতাল থেকে ডাক্তার এনে দেখানো হলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক নির্মলেন্দু ভৌমিক ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স সম্পন্ন করেন। তিনি দৈনিক জিহাদ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি ৬৪ সালে দৈনিক পাকিস্তান প্রকাশনার শুরুতেই সেখানে যোগ দেন। পরবর্তীতে শিফট-ইন-চার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দৈনিক বাংলায় চীফ সাব-এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন। দৈনিক বাংলা বন্ধ করে দেয়া হলে তিনি বেক্সিমকো গ্রুপের একটি নিউজ এজেন্সিতে বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সেটি বন্ধ হয়ে গেলে তিনি জনকণ্ঠে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে যোগদান করেন। এ পদে থেকেই তিনি জনকণ্ঠ থেকে অবসর গ্রহণ করেন। নির্মলেন্দু ভৌমিক জাতীয় প্রেসক্লাবের একজন স্থায়ী সদস্য ছিলেন।
×