ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিউইয়র্কে আইএসে উদ্বুদ্ধ দুই নারী বোমা হামলার চক্রান্তের দায়ে আটক

প্রকাশিত: ০৬:৩৫, ৪ এপ্রিল ২০১৫

নিউইয়র্কে আইএসে উদ্বুদ্ধ দুই নারী বোমা হামলার চক্রান্তের দায়ে আটক

যুক্তরাষ্ট্রের বস্টন শহরে বোমা হামলার মতো যুক্তরাষ্ট্রে আর একটি সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার সন্দেহে এফবিআই নিউইয়র্কের দু’জন নারীকে গ্রেফতার করেছে। ব্রুকলিনের একটি আদালত গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের চক্রান্ত করার দায়ে আসিয়া সিদ্দিকী (৩১) ও নোয়েল ভেলেনজাসের (২৮) বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। প্রসিকিউটররা অভিযোগ করেছেন তারা নিজেদের ইসলামিক স্টেটের নাগরিক বলে উল্লেখ করে। মিস সিদ্দিকীর কাছে কয়েকটি গ্যাস ট্যাঙ্ক এবং সেই সঙ্গে সেগুলোকে কিভাবে বোমায় পরিণত করা যায় তার নির্দেশিকা পাওয়া যায়। খবর বিবিসির। মিস সিদ্দিকীর আইনজীবী টমাস ডান বলেন, ‘আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হলে আমার মক্কেল নির্দোষ বলে দাবি করবে। আমি জানি এটা একটা গুরুতর মামলা। তবে আমরা আদালতে লড়াই করব।’ আদালতের নথিতে বলা হয়েছে, মিস সিদ্দিকীর বিদেশী সন্ত্রাসবাদী সংগঠন ‘আল কায়েদা ইন এ্যারাবিয়ান পেনিনসুলার সঙ্গে বার বার যোগাযোগ স্থাপন করেন।’ যুক্তরাষ্ট্রের বিচার দফতর জানায়, তার সহযোগী মিস ভেলেনজাস ওসামা বিন লাদেনকে একজন নায়ক বলে উল্লেখ করেছে। এফবিআই’র নিউইয়র্ক ফিল্ড অফিসের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক দিয়েগো রডকিংজ বলেন, ‘বিবাদীরা বিস্ফোরক অস্ত্র তৈরি করে কথিত সন্ত্রাসী হামলার চক্রান্ত করে এবং এমনকি বস্টন ম্যারাথন বোমা হামলার ব্যবহৃত প্রেসার কুকার বোমা নিয়েও গবেষণায় লিপ্ত ছিল।’ বিচার দফতর বলেছে, দুই নারী গত বছরের আগস্ট থেকে একটি বিস্ফোরক অস্ত্র তৈরির চক্রান্ত করেছে এবং তারা রসায়ন বিজ্ঞান ও বিদ্যুৎশক্তি নিয়ে পড়াশুনা করে। তাদের হামলার কোন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু না থাকলেও আদালতের নথিতে দেখা যায়, তারা এক সময় ম্যানহাটনের হেরাল্ড স্কোয়ারে হামলার কথা চিন্তা করেছিল।
×