ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধ্বংসাত্মক অস্ত্র তৈরি শিখতে বিদেশী ছাত্ররা ব্রিটেন যাচ্ছে

প্রকাশিত: ০৬:৩৬, ৪ এপ্রিল ২০১৫

ধ্বংসাত্মক অস্ত্র তৈরি শিখতে বিদেশী ছাত্ররা ব্রিটেন যাচ্ছে

প্রায় আটশ’ বিদেশী ছাত্রকে পড়াশোনা করার জন্য ব্রিটেনে আসতে দেওয়া হয়নি। ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র নির্মাণ করতে তারা ব্রিটেনে অর্জিত জ্ঞানকে কাজে লাগাবে বলে আশঙ্কা করা হয়। খবর টেলিগ্রাফ। বিজ্ঞান ও প্রকৌশলভিত্তিক কোর্সে পড়তে চাওয়া মোট ৭৩৯ শিক্ষার্থীর আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। চরমপন্থীরা যাতে পরমাণু ও রাসায়নিক অস্ত্র নির্মাণের জন্য প্রয়োজনীয় তথ্য ও উপকরণ না পেতে পারে সেজন্য ওইসব আবেদন প্রত্যাখ্যান করা হয়। এ্যাকাডেমিক টেকনোলজি এ্যাপ্রুভাল স্কিমের (এটিএএস) আওতায় ওই শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সন্ত্রাসীরা ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করেছে বলে নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগ প্রকাশের পর ২০০৭ সালে এ স্কিম চালু করা হয়। কিন্তু এ মুহূর্তে স্কিমটি শুধু ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য এবং ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা উদ্বিগ্ন যে, ব্রিটেনের জিহাদিরা কোনভাবে ওই স্কিমের নজরদারি ফাঁকি দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশ করতে পারে। তিনি বলেন, ৭৩৯ জন শিক্ষার্থীকে যে সুযোগ দেয়া হয়নি, তাতেই বোঝা যায় এটা গুরুতর উদ্বেগের বিষয়।
×