ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে চোর সাব্যস্ত করে যুবককে গণপিটুনি

প্রকাশিত: ০৬:৩৯, ৪ এপ্রিল ২০১৫

রূপগঞ্জে চোর সাব্যস্ত করে যুবককে  গণপিটুনি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৩ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কাউন্সিলর সফিকুর দেওয়ানের নির্দেশ মোতাবেক তার নিয়োজিত লোকজন কাউসার মিয়া (৩০) নামে এক কাঠমিস্ত্রিকে চোর বানিয়ে রাতভর নির্যাতন শেষে গণপিটুনি দেয়া হয়েছে। কাউন্সিলরের কথা মতো কাজ করতে রাজি না হওয়ায় এ নির্যাতনের শিকার হয় ওই কাঠমিস্ত্রি। শুক্রবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব এলাকায় ঘটে এ ঘটনা। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, কাউন্সিলর সফিকুর দেওয়ান প্রায়ই তার নিয়োজিত লোকজন দিয়ে এ ধরনের নির্যাতনের ঘটনা ঘটিয়ে থাকেন। কাঠমিস্ত্রি কাউসার মিয়া চাঁদপুর জেলার হাজীগঞ্জ এলাকার আব্দুল রবের ছেলে। নির্যাতন ও গণপিটুনির শিকার কাউসার মিয়া জানান, তিনি কেরাব এলাকার পৌর কাউন্সিলর সফিকুর দেওয়ানের বোন মনিরা বেগমের বাড়িতে ফার্নিচারের কাজ করেন। গত কয়েক দিন ধরে কাজের মজুরি না দেয়ায় তিনি আর কাজ করবেন না বলে বাড়ির মালিক মনিরা বেগমকে সাফ জানিয়ে দেন। গত বৃহস্পতিবার রাতে ওই কাঠমিস্ত্রিকে চোর অপরাধ দিয়ে বেঁধে বিভিন্নভাবে নির্যাতন চালানো হয়। পরে শুক্রবার সকালে কাউন্সিলর সফিকুর দেওয়ানের নিদের্শ মোতাবেক তার নিয়োজিত লোকজন কাউসার মিয়াকে গণপিটুনি দেয়। তবে, কাউন্সিলর সফিকুর দেওয়ান তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। এ বিষয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন জানান, আহত কাঠমিস্ত্রি কাউসার মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×