ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরীক্ষা দিতেই হলো নারাইনকে!

প্রকাশিত: ০৬:৪৬, ৪ এপ্রিল ২০১৫

পরীক্ষা দিতেই হলো নারাইনকে!

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক আগেই ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারাইনের বোলিং এ্যাকশনকে ত্রুটিমুক্ত হিসেবে ছাড়পত্র দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (্আইসিসি)। বিশ্বকাপের আগে ইংল্যান্ডে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে নিজের এ্যাকশনের পরীক্ষা দেয়ার পর বৈধতা পান নারাইন। কিন্তু এরপরও তাকে চেন্নাইয়ে আরেকটি পরীক্ষা দিতে হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলতে হলে পরীক্ষা দিয়ে নিজেকে বৈধ প্রমাণ করতে হবে নারাইনকে। সে কারণেই চেন্নাইয়ের রমাচন্দ্র মেডিক্যাল কলেজের পরীক্ষাগারে আবার পরীক্ষা দিয়েছেন ক্যারিবীয় এ বিস্ময় স্পিনার। আগামী ৮ এপ্রিল শুরু হবে আইপিএলের অষ্টম সংস্করণ। এবারও গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলবেন নারাইন। কিন্তু বিসিসিআই আগেই জানিয়ে দেয় ত্রিনিদাদের এ স্পিনারকে আইপিএল খেলতে হলে পরীক্ষাগারে বোলিং এ্যাকশনের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। ২৬ বছর বয়সী নারাইন গত বছর বোলিং এ্যাকশনে ত্রুটি থাকায় সাময়িকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন। সে কারণে তিনি বিশ্বকাপ খেলেননি। যদিও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) তাকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছিল। কিন্তু তখনও ইংল্যান্ডে বোলিং এ্যাকশনের পরীক্ষা সম্পন্ন না হওয়ায় নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন নারাইন। তবে ইংল্যান্ডে পরীক্ষা দেয়ার পর তার এ্যাকশন ত্রুটিমুক্ত ঘোষণা করা হয়। আইসিসি সন্তুষ্ট হলেও তাতে সন্তুষ্ট হয়নি বিসিসিআই। তাই নারাইনকে আবারও বোলিং এ্যাকশনের পরীক্ষা দিতে হয়েছে। যদিও কেকেআর কর্তৃপক্ষ এর তীব্র প্রতিবাদ জানিয়েছিল। দলটির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল, ‘নারাইন খেলতে না পারলে আসর বর্জন করবে কেকেআর।’ কিন্তু বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া ওই বিষয়ে বলেন, ‘এমন কোন নিয়ম নেই যে একবার কোন বোলারের এ্যাকশন বৈধ প্রমাণিত হলে পুনরায় তার পরীক্ষা নেয়া যাবে না। আরেকটি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার আগে কোনভাবেই তাকে আইপিএল খেলতে দেয়া যাবে না।’ গত আসরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দলটিকে দ্বিতীয়বারের মতো শিরোপা জিততে বল হাতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন নারাইন। কিন্তু আসরের শেষ দিকে নারাইনের বোলিং এ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল আম্পায়ারদের কাছ থেকে। ২৬ বছর বয়সী এ স্পিন বিস্ময় ২০১২ সাল থেকে কেকেআরের হয়ে খেলে ৬৭ উইকেট শিকার করেছেন। গত আসরে তিনি ২১ উইকেট দখল করেন।
×