ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়া সিরিজে নেই গেইল!

প্রকাশিত: ০৬:৪৮, ৪ এপ্রিল ২০১৫

অস্ট্রেলিয়া সিরিজে নেই গেইল!

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি একাদশতম বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। রেকর্ড সর্বোচ্চ পঞ্চমবার চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাসের সেই রেশ এখনও কাটেনি অসিদের। আর ক্রিকেটের নতুন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আগামী জুনেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজে ক্যারিবীয়দের হার্ড হিটার ওপেনার ক্রিস গেইলের না থাকার সম্ভাবনাই বেশি। মূলত পিঠের ইনজুরির কারণেই অসিদের বিপক্ষে সিরিজে নাও থাকতে পারেন গেইল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগেই আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ। আর ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে না খেলার কথা গেইল আগেই ঘোষণা দিয়ে রেখেছেন। একাদশতম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আর এই আসরে ব্যক্তিগতভাবে কিছুটা ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন গেইল। গ্রুপ পর্বে জিম্বাবুইয়ের বিপক্ষে ২১৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গে বিশ্বকাপের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে দ্বিশতকের মাইলফলক স্পর্শ করেছিলেন দানবীয় এই ব্যাটসম্যান। তবে গেইলকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলে রাখবে কি না সে বিষয়ে এখনই নিশ্চিত করতে চাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ভারতের বিপক্ষে ঝুলে থাকা সমস্যার সমাধানে মরিয়া ক্যারিবীয় বোর্ড। সে জন্য নগদ অর্থ নয়, বেশি ম্যাচ খেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সমঝোতা করতে চায় তারা। গত বছরের শেষ দিকে পূর্ণাঙ্গ সিরিজ না খেলেই ভারত সফর বাতিল করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ফলে আর্থিক ক্ষতি পূরণ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে ৪২ মিলিয়ন ডলার দাবি করে বিসিসিআই। তাদের এমন দাবির প্রেক্ষিতে নগদ অর্থের পরিবর্তে ম্যাচ খেলে বিসিসিআইর সঙ্গে সমঝোতা করতে আশাবাদী ডব্লিউআইসিবি। এ বিষয়ে বোর্ড প্রধান নির্বাহী মাইকেল মুরহেড বৃহস্পতিবার বলেন, ‘ভারতের সঙ্গে সমঝোতা করতে বোর্ড ভারতে একটি প্রতিনিধি দল পাঠাবে। যাতে করে সমস্যার সুষ্ঠু সমাধান করা যায় এবং যাতে উভয় পক্ষই সন্তুষ্ট হতে পারে। তারা টেস্টের পরিবর্তে আরও কিছু বেশি একদিনের ম্যাচ খেলতে বলতে পারে... এটা সমঝোতার বিষয়। আমরা এখনও তাদের সঙ্গে আলোচনায় বসিনি তবে আমরা ভারতে একটি প্রতিনিধি দল প্রেরণের পরিকল্পনা করছি এবং এটা খুব বড় কিছু হবে না। আমরা বসে আলোচনা করে একটা সমঝোতায় আসতে চাই। যাতে উভয়পক্ষের কেউই ক্ষতিগ্রস্ত না হয়।’
×