ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর্গন ডেনিমসের ইপিএস বেড়েছে

প্রকাশিত: ০৬:২০, ৫ এপ্রিল ২০১৫

আর্গন ডেনিমসের ইপিএস বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমসের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি আয় বা ইপিএস বেড়েছে প্রায় ১০ শতাংশ। তবে আলোচ্য বছরে কোম্পানির নেট এ্যাসেট ভ্যালু (এনএভি) কমেছে প্রায় ১৯ শতাংশ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালাচনা করলে এ তথ্য বেরিয়ে আসে। জানা গেছে, আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৪৭ পয়সা। ২০১৩ সালে এই কোম্পানির ইপিএস ছিল ৩ টাকা ১৫ পয়সা। এদিকে শেষ হওয়া হিসাব বছরে কোম্পানি নেট এ্যাসেট ভ্যালু (এনএভি) করেছে ২৭ টাকা। আগের বছর একই সময় কোম্পানির এনএভি ছিল ৩৩ টাকা ১৯ পয়সা। ন্যাশনাল হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ লভ্যাংশ ঘোষণা করেছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বৃহস্পতিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করা হয়েছে। বিনিয়োগকারী বাছাইয়ের জন্য আগামী ১৫ এপ্রিল রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১২ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। শেষ হওয়া অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৯৭ টাকা, শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৪.১২ টাকা। আগের বছর ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বিনিয়োগকারীদের ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
×