ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামে মসলার বাজার চড়া

প্রকাশিত: ০৪:৫৯, ৬ এপ্রিল ২০১৫

কুড়িগ্রামে মসলার বাজার চড়া

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ প্রতিটি গৃহিণীর সুস্বাদু রন্ধনশৈলীর জন্য গরম মসলা অপরিহার্য উপাদেয়। অতি সাধারণ থেকে উন্নত খাবার তৈরিতে এলাচি ছাড়া রান্নাবান্না প্রায় অসম্ভব। অথচ ‘সেই অতিপ্রয়োজনীয় এলাচি’ মসলার বাজারে এখন গরম হাওয়া বইছে। নিম্নবিত্ত দূরের কথা মধ্যবিত্ত শ্রেণীর মানুষও কিনতে পারছে না। প্রতিকেজি বড় এলাচি এখন বাজারে ২ হাজার ৪শ’ টাকা থেকে ৮শ’ টাকা দরে বেচা-কেনা হচ্ছে। একারণে অনেকেই গরম মসলা কেনাকাটা ছেড়েই দিয়েছেন। সব সময় বাজারে বড় এলাচির চেয়ে, ছোট এলাচির দাম একটু বেশি ছিল। কিন্তু বর্তমান বড় এলাচি অপেক্ষা ছোট এলাচি ১ হাজার টাকা কমদরে বেচা কেনা হচ্ছে। ছোট এলাচি এখন প্রতিকেজি ৯শ’ থেকে ১২শ’ টাকা।
×