ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় কপ্টার বিধ্বস্ত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ নিহত ৬

প্রকাশিত: ০৫:০৪, ৬ এপ্রিল ২০১৫

মালয়েশিয়ায় কপ্টার বিধ্বস্ত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ নিহত ৬

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণে শনিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন আরোহীর সবাই নিহত হয়েছে। নিহতদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মুখ্য ব্যক্তিগত সচিব ও যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত রয়েছেন। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে কুয়ালালামপুরের দক্ষিণে সেমেনি শহরের একটি রবার বাগানে এসে পড়ে। এতে হেলিকপ্টারে থাকা ছয় আরোহীর সবাই নিহত হয়। নিহতদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের মুখ্য ব্যক্তিগত সচিব আজলিন আলিয়াস এবং আইনপ্রণেতা ও নাজিবের রাজনৈতিক দল ইউএমএনও’র জ্যেষ্ঠ সদস্য জামালউদ্দীন জারজিস রয়েছেন। জামালউদ্দীন যুক্তরাষ্ট্রে মালয়েশিয়ান রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালন করেন। প্রধানমন্ত্রী নাজিব রাজাক এক বিবৃতিতে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখ ভারাক্রান্ত। জামালউদ্দীন জারজিস বহু বছর ধরে আমার বন্ধু ছিল এবং এখন আমার সত্যিকার বন্ধু বলে কেউ থাকল না।’ -এএফপি
×