ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনব্যাপী বিওএ’র কার্যক্রম

প্রকাশিত: ০৫:১৭, ৬ এপ্রিল ২০১৫

দিনব্যাপী বিওএ’র কার্যক্রম

স্পোর্টস রিপোর্টার ॥ আজ বিশ্বব্যাপী জাতিসংঘ এবং এর সদস্য রাষ্ট্রগুলোয় দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রীড়া উন্নয়ন দিবস ও শান্তি দিবস পালিত হবে। বিশ্বব্যাপী শান্তি ও উন্নয়ন গতিশীল এবং জোরদার করার উদ্দেশে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রেসিডেন্ট টমাস বাখ বিশ্বের সব জাতীয় অলিম্পিক কমিটিকে (এনওসি) দিবসটির গুরুত্ব ও তাৎপর্য জনগণের কাছে তুলে ধরার জন্য যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালনের অনুরোধ জানিয়েছেন। এরই আলোকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সকাল ৯টায় হ্যান্ডবল স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য সবাই জমায়েত হওয়া শুরু করবেন। সকাল ১০টায় শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১নং গেট দিয়ে বঙ্গবন্ধু এ্যাভিনিউ রোড প্রদক্ষিণ করে অলিম্পিক ভবনে প্রবেশ করবে। সকাল ১০টা ৩০ মিনিটে বিওএ ভবনে বাংলাদেশ, জাতিসংঘ, আইওসি, ওসিএ এবং বিওএ’র পতাকা উত্তোলন এবং বিকেল ৪টায় বিওএ ভবনের ডাচ্ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে বিশেষ সেমিনারে দিবসটির তাৎপর্য তুলে ধরা হবে।
×