ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে সমান সুযোগ দিতে হবে ॥ আমির খসরু

প্রকাশিত: ০৬:১১, ৬ এপ্রিল ২০১৫

সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে সমান সুযোগ দিতে হবে ॥ আমির খসরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন সত্যিকার অর্থে যদি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন করতে চায় তাহলে সবার জন্য নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, একদিকে পুলিশ লেলিয়ে দিয়ে বিএনপি কর্মীদের গ্রেফতার করবে, অন্যদিকে সরকারী দলের প্রার্থীকে সব ধরনের সহযোগিতা করবে এটা স্ববিরোধী। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা নির্বাচন কমিশনের কাজ। তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণার পর হতে চট্টগ্রামে ভিআইপিদের আনাগোনা বেড়ে গেছে। সরকারের মন্ত্রী-এমপিদের লাগামহীন বক্তব্য নির্বাচনের পরিবেশকে কলুষিত করছে। আমির খসরু মাহমুদ চৌধুরী রবিবার সকালে চট্টগ্রাম মহানগর যুবদল নেতাকর্মীদের সঙ্গে মেহেদীবাগের বাসভবনে মতবিনিময়কালে এ কথা বলেন। যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য শাহেদ বক্স, নগর যুবদল নেতা শিহাব উদ্দিন মোবিন, মনোয়ার হোসেন, খুরশেদ আলম কুতুবী, আবু মুসা, ইকবাল হোসেন, শহীদুল ইসলাম চৌধুরী, মোঃ সেলিম, মোঃ হাশেম, এম. সেলিম উদ্দিন, আব্দুল হাই, মোঃ এরশাদ, মোঃ রফিক, আনোয়ার হোসেন, আব্দুল বাতেন, জসিম উদ্দিন, আবুল কালাম, আমির হোসেন, নূর আলম মিয়া, মোঃ ইসমাইল, মোঃ রাশেদ, মোঃ সালাউদ্দিন, মোঃ ইদ্রিস, মোঃ পারভেজ, রাসেল মির্জা, আলাউদ্দিন আলো, রাহাত চৌধুরী, বেলাল হোসেন, নিজাম উদ্দিন, মোঃ শিপন, নূর নবী তোফান, হারুন মিয়া, হাসান উদ্দিন ও আবুল কালাম।
×