ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হ্যাপি ধর্ষণ মামলা

রুবেলের অব্যাহতি চেয়েছেন তদন্ত কর্মকর্তা

প্রকাশিত: ০৫:৫১, ৭ এপ্রিল ২০১৫

রুবেলের অব্যাহতি চেয়েছেন তদন্ত কর্মকর্তা

কোর্ট রিপোর্টার ॥ চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির ধর্ষণ মামলায় জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রুবেল হোসেনের অব্যাহতি চেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। সোমবার দালতসূত্রে জানা যায়, গত ১৯ মার্চ প্রতিবেদনটি আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা নারী সহায়তা ও তদন্ত বিভাগের পুলিশ পরিদর্শক হালিমা খাতুন। প্রতিবেদনে বলা হয়, সার্বিক তদন্ত, সাক্ষ্য, ডাক্তারী রিপোর্ট, রাসায়নিক পরীক্ষার ফল পর্যালোচনা করে দেখা যায় রুবেলের বিরুদ্ধে হ্যাপির অভিযোগ সঠিক নয়। প্রতিবেদনে বলা হয়, ভিকটিম হ্যাপিকে ডাক্তারী পরীক্ষা করা হলে ৩ সদস্যবিশিষ্ট মেডিক্যাল বোর্ড জানায়, সম্প্রতি হ্যাপির শরীরের কোথাও জোরপূর্বক ধর্ষণের চিহ্ন পাওয়া যায়নি। হ্যাপির(বাদী) দাবি অনুযায়ী রুবেলের পরিহিত জার্সি, পাপোশ এবং নাইটি পরীক্ষা করে তাতে রুবেলের কোন বীর্য পাওয়া যায়নি মর্মে বিশেষজ্ঞগণ অভিমত দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, হ্যাপি একজন প্রাপ্তবয়স্ক, মিডিয়াতে কাজ করা সচেতন ও আধুনিক ব্যক্তি। প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও বিবাহ নামক সম্পর্ক ছাড়া যদি তিনি রুবেলের সঙ্গে মেলামেশা করে থাকেন তবে তিনি সেটা তার (বাদী) সম্মতিতেই হয়ে থাকিতে পারে। কিন্তু বাদীর অভিযোগ মতে সেটা ধর্ষণের সংজ্ঞার মধ্যে পড়ে না। হ্যাপি তার বক্তব্যের সমর্থনে কোন সাক্ষ্য-প্রমাণ হাজির করতে পারেনি বলেও প্রতিবেদনে বলা হয়েছে। বাদী (হ্যাপি) রুবেলের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের যে অভিযোগ করেছে তা সঠিক নয় বলে প্রাথমিকভাবে প্রমাণিত। গত ১৩ ডিসেম্বর হ্যাপি ধর্ষণের অভিযোগ এনে রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় এই মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে বলেও দাবি করেন তিনি।
×