ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিডি এসিস্টের চুক্তি সই

প্রকাশিত: ০৫:৫৫, ৭ এপ্রিল ২০১৫

জিডি এসিস্টের চুক্তি সই

অর্থনৈতিক রিপোর্টার ॥ গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান জিডি এসিস্টের সঙ্গে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করেছে মালয়েশিয়া এয়ারলাইন্স। এ চুক্তির আওতায় জিডি এসিস্টের গ্রাহকদের সবোর্চ্চ কম খরচে মালয়েশিয়া যাবার সুযোগ করে দিবে মালয়েশিয়া এয়ারলাইন্স। সোমবার মহাখালীস্থ গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও জিডি এসিস্টের পরিচালক ফারজানা চৌধুরী ও মালয়েশিয়া এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার অন মোহাম্মদ ইব্রাহিম নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার নরলিন বিনতে ওথম্যান, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা নাসির এ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। রবির সৌজন্যে প্রিমিয়ার শো মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সৌজন্যে স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হলো হলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘ফাস্ট এ্যান্ড ফিউরিয়াস-সেভেন’র প্রিমিয়ার শো। স্টার সিনেপ্লেক্সে সম্প্রতি বহুল প্রতীক্ষিত এই সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। বিশ্বের অনেক দেশের আগেই বাংলাদেশে এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো। ৩ এপ্রিল বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রিমিয়ার শোটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবির চীফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ। স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমানও এই আয়োজনে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি।
×