ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোল্লা ওমরের জীবনী প্রকাশ করেছে তালেবান

প্রকাশিত: ০৬:২১, ৭ এপ্রিল ২০১৫

মোল্লা ওমরের জীবনী প্রকাশ করেছে তালেবান

তালেবান নেতা মোল্লা ওমরের জীবনী প্রকাশ করেছে আফগান তালেবান। আফগান তালেবানের সর্বোচ্চ নেতা হিসেবে ১৯ বছর পূর্ণ করেছেন মোল্লা ওমর। জঙ্গী এ সংগঠনটির সর্বোচ্চ নেতা হিসেবে তার ১৯ বছরপূর্তি উপলক্ষে এ জীবনী প্রকাশ করা হয়েছে। খবর বিবিসির। ৫,০০০ শব্দের এ জীবনীটি আফগান তালেবানের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে ওমরের জীবনের বিস্তারিত তথ্য থাকায় তার জন্ম ও বেড়ে ওঠা নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান হবে বলে ধারণা করা হচ্ছে। ওমর খুব সাধারণ জীবনযাপন করেন ও তার ‘বিশেষ’ ধরনের রসবোধ আছে (সেন্স অব হিউমার) বলে জীবনীতে জানানো হয়েছে। তার প্রিয় অস্ত্র আরপিজি সেভেন। মোল্লা ওমর কোথায় থাকেন তা কেউ না জানলেও তিনি সব সময় আফগানিস্তানের প্রতিদিনকার ও বিশ্বের সব ঘটনার খবরাখবর রাখেন বলে জীবনীতে দাবি করা হয়েছে। তালেবানের কার্যকলাপ পর্যবেক্ষণকারী ও বিশ্লেষকরা জন্ম ও উত্তরাধিকারের মতো মোল্লা ওমরের জীবনের অনেকগুলো বিষয়ে একমত হতে পারেননি। কিন্তু এ জীবনী সেইসব বিতর্কের অবসান ঘটিয়েছে।
×