ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪১, ৭ এপ্রিল ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজ তোমাদের ৮ম থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বহুনির্বাচনী প্রশ্নের উত্তর আলোচনা করব। ৮ম অধ্যায়-ক্ষুদ্র ও কুটির শিল্প ১। জাতীয় ঐতিহ্য ও শিল্পকলা সংরক্ষণে কোন শিল্প গড়ে তোলার প্রয়োজন? ক) বৃহৎ শিল্প খ) মাঝারি শিল্প গ) কুটির শিল্প ঘ) উৎপাদনকারী ২। বিসিক কমিটির প্রধান কে? ক) জেলা কমিশনার খ) জেলা বিসিক কমিশনার গ) বিসিকের কর্মকর্ত ঘ) বিসিকের পরিচালক ৩। কোনটি না হলে ক্ষুদ্র ও কুটির শিল্পে বিপুল উৎপাদন সম্ভব নয়? ক) সহজ শর্তে মূলধন না পেলে খ) কাঁচামাল সহজলভ্য না হলে গ) পণ্য বাজার বিস্তৃত না হলে ঘ) পণ্যের চাহিদা না থাকলে ৪। খ-কালীন বেকারত্ব দূর করার ক্ষেত্রে সহায়ক পেশা হিসেবে গ্রহণ করা হয় কোন টিকে? র)ক্ষুদ্র শিল্প রর) কুটির শিল্প ররর) বৃহৎ শিল্প নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও রর গ) রর ঘ) র, রর ও ররর ৫। চায়ের ট্রে, দোলনা, পুতুল, গ্লাস, ঝুড়ি ইত্যাদি কোন শিল্পের অন্তর্গত? ক) পাটজাত দ্রব্যাদির প্রস্তুত শিল্পের খ) বাঁশ ও বেত শিল্পের গ) সৃষ্টিশীল শিল্পের ঘ) হস্ত শিল্পের ৬। কার্পেট কোন ধরনের শিল্প? ক) পাটজাত দ্রব্যাদি শিল্প খ) তাঁত শিল্প গ) হস্ত শিল্প ঘ) বাঁশ ও বেতের শিল্প ৭। কুটির শিল্প তুলনামূলকভাবে- ক) শ্রম প্রধান খ) কাঁচামাল গ) কৃষিপ্রধান ঘ) বুদ্ধিভিত্তিক ৮। আমাদের দেশে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠায় কী ধরনের অনুমতির প্রয়োজন? ক) ট্রেড লাইসেন্স খ) সরকারি অনুমতি গ) কার্যারম্ভের অনুমতিপত্র ঘ) জাতীয়তার সনদ নিচের অনুচ্ছেদটি পড় এবং ৯-১১ নং প্রশ্নের উত্তর দাও : খোকা মিয়ার স্ত্রী মর্জিনা স্কুল ব্যাগ, শিকা, দেয়াল মাদুর, পাটের স্যান্ডেল, কার্পেট ইত্যাদি পাটজাত দ্রব্য তৈরি করে সংসার চালায়। এ কাজে তার ছেলেমেয়েরাও সহায়তা করে। তার স্বামী উৎপাদিত পণ্য স্থানীয় হাটবাজারে বিক্রি করে। ৯। দেশীয় কাঁচামাল, ছোটখাটো যন্ত্রপাতির ব্যবহার, পরিবারের সদস্যদের দ্বারা পরিচালিত বৈশিষ্ট্যগুলো কোন শিল্পে প্রদর্শিত হয়? ক) ক্ষুদ্র শিল্প খ) কুটির শিল্প গ) বৃহৎ শিল্প ঘ) মাঝারি শিল্প ১০। মর্জিনা কোন ধরনের শিল্পে নিয়োজিত? ক) ক্ষুদ্র শিল্প খ) কুটির শিল্প গ) মাঝারি শিল্প ঘ) বৃহৎ শিল্প ১১। এ ধরনের শিল্প বর্তমান সময়েও টিকে থাকার কারণ কী? র) কাঁচামালের সহজলভ্যতা রর) শ্রমিকের পর্যাপ্ত যোগান ররর) বিকল্প পণ্যের অনুপস্থিতি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) র ও রর ঘ) র, রর ও ররর ১২। ফুলের টব, হাঁড়ি-পাতিল, পুতুল প্রভৃতি কোন শিল্পের অন্তর্গত? ক) তাঁত শিল্প খ) মৃৎ শিল্প গ) হস্ত শিল্প ঘ) বিবিধ শিল্প ১৩। আমাদের দেশের উৎপাদন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য কী? ক) স্বল্প মূলধন খ) স্বল্প মূলধন ও উদ্বৃত্ত শ্রমিক গ) উদ্বৃত্ত শ্রমিক ঘ) আত্মকর্মসংস্থান ১৪। আজকাল ক্ষুদ্র শিল্পের প্রধান বিবেচ্য বিষয় ক) দক্ষ শ্রমিক খ) দেশীয় কাঁচামাল গ) বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ঘ) ছোটখাটো ধরনের যন্ত্রপাতি ১৫। ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করা যায়- ক) শহরে খ) বন্দরে গ) গঞ্জে ঘ) দেশের সর্বত্রই
×