ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইয়েমেনে লড়াইয়ে ২৪ ঘণ্টায় নিহত ১৪০

প্রকাশিত: ০৪:১০, ৮ এপ্রিল ২০১৫

ইয়েমেনে লড়াইয়ে ২৪ ঘণ্টায় নিহত ১৪০

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সোমবার সরকারী বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। উভয়পক্ষের মধ্যে এ লড়াইয়ে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। চলমান লড়াইয়ের মুখে রেডক্রস সোমবার পর্যন্ত ইয়েমেনে জরুরী ত্রাণ-সহায়তা পাঠাতে পারেনি। এতে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন ত্রাণকর্মীরা। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে ইরান সমর্থিত হুতি শিয়া বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাচ্ছে। চিকিৎসক ও সামরিক সূত্র বলছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট আবদ্রাবো মনসুর হাদির অনুগত বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে গত ২৪ ঘণ্টায় ৫৭ জন নিহত হয়েছে। বিদ্রোহীরা এই বন্দর নগরী দখলের চেষ্টা চালাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এডেন থেকে ১২০ কিলোমিটার উত্তরে দেলে শহরে সোমবার রাতে ভয়াবহ লড়াইয়ে কমপক্ষে ১৯ হুতি ও ১৫ জন হাদিপন্থী মিলিশিয়া নিহত হয়েছে। এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবিয়ানে নিহত হয়েছে সাতজন। -এএফপি সুইজারল্যান্ডে ‘নিষিদ্ধ’ পেটেন্টসংক্রান্ত জটিলতার কারণে সাময়িকভাবে সুইজারল্যান্ডে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মার্কিন টেক জায়ান্ট এ্যাপলের ‘এ্যাপল ওয়াচ’। ১৯৮৫ সালে দেশটির লিওনার্ড টাইমপিস ইংরেজী শব্দ ‘এ্যাপল’ পেটেন্ট করিয়েছিলেন। এর মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ৫ ডিসেম্বরে। এদিকে কোন্ কোন্ দেশে ডিভাইসটি পাওয়া যাবে তার তালিকাতেও সুইজারল্যান্ডের নাম ছিল না। -ম্যাশএবল নয়া গাইডলাইন ফেসবুকের প্রাইভেসি সেটিং সহজ করতে ইউজারদের জন্য নতুন গাইডলাইন নিয়ে এলো ফেসবুক। দীর্ঘদিন সব রকম প্রাইভেসির সুবিধা দিলেও তার সেটিং প্রক্রিয়া ছিল বেশ জটিল। নতুন পোর্টালে রয়েছে ১১টি ভিজুয়াল ও ইন্টার‌্যাকটিভ গাইডলাইন। এর মাধ্যমে জানা যাবে কিভাবে তথ্য সুরক্ষিত রাখতে হয় এবং ‘হাউ টু কিপ ইয়োর এ্যাকাউন্ট সিকিউর” সেকশনে ব্যক্তিগত এ্যাকাউন্টের জন্য জটিল পাসওয়ার্ড দেয়ার পরামর্শ থাকবে। সেই সঙ্গেই এ্যাকাউন্ট হ্যাক হলে কী করতে হবে সেই বিষয়েও থাকবে পরামর্শ। মোট ৪০টি ভাষায় পাওয়া যাবে এই গাইডলাইন। -ওয়েবসাইট
×