ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কর্মকর্তাদের লাঞ্ছিতের জের ॥ আশুগঞ্জে পাঁচ বিদ্যুত শ্রমিকনেতা বরখাস্ত

প্রকাশিত: ০৬:২৫, ৮ এপ্রিল ২০১৫

কর্মকর্তাদের লাঞ্ছিতের জের ॥ আশুগঞ্জে পাঁচ বিদ্যুত শ্রমিকনেতা বরখাস্ত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী নুরুল আলমসহ তিন র্শীষ কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় বিদ্যুত কেন্দ্র শাখা পাঁচ জাতীয় শ্রমিকলীগ নেতাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার এ তথ্যটি জানা গেছে। সূত্র জানায়, আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্রের ব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক স্বাক্ষরিত এক পত্রে বরখাস্তের এ বিষয়টি নিশ্চিত করা হয়। বরখাস্ত হওয়া শ্রমিক নেতারা হলেনÑ বিদু্যুত কেন্দ্র শাখা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোজাম্মেল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মহরম আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক দিবাস বিশ্বাস, সদস্য অমরেশ জোয়ার্দার। আশুগঞ্জ বিদ্যুত কেন্দ্র সূত্র জানায়, গত বছরের ২২ নবেম্বর অফিস চলাকালে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী নুরুল আলমের কক্ষে কয়েকজন শ্রমিক লীগ নেতা ঢুকে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনায় বসেন। এক পর্যায়ে ব্যবস্থাপনা পরিচালককে প্রাণনাশের হুমকি ও প্রধান প্রকৌশলী অচিন্ত্য কুমারসহ শীর্ষ তিন কর্মকর্তাকে শারীরিক লাঞ্ছিত করে। এ ঘটনায় ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম বাদি হয়ে গত বছরের ২৪ নবেম্বর আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ২৯ নবেম্বর মামলায় অভিযুক্ত তিন শ্রমিক নেতাকে সাময়িক বরখাস্ত করে বিদ্যুত কেন্দ্র কর্তৃপক্ষ। বর্তমানে বরখাস্ত হওয়া তিন নেতা কারাবন্দী রয়েছে। রাঙ্গুনিয়ায় চুলার আগুনে দগ্ধ হয়ে বেকারি শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ৭ এপ্রিল ॥ মঙ্গলবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে কেশব বাবু (৪০) নামে এক বেকারি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ৩ জানুয়ারি বেকারির কাজ করতে গিয়ে অসাবধানতাবশত গ্যাস চুলা থেকে শরীরে আগুন ধরে যায়। মারাত্মক আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার সকালে তার মৃত্যু ঘটে। নিহত ব্যক্তি বোয়ালখালী উপজেলার শ্রীপুরের সম্ভু বাবুর পুত্র।
×