ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে আছিয়ার পরীক্ষা দেয়া হলো না

সংক্ষিপ্ত সংবাদ

প্রকাশিত: ০৩:৫৬, ৯ এপ্রিল ২০১৫

সংক্ষিপ্ত সংবাদ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৮ এপ্রিল ॥ সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদি গ্রামের আনোয়ার মাস্টারের মেয়ে আছিয়া আক্তার (১৭) অবশেষে মরনব্যাধী ক্যান্সারের কাছে হার মানলেন। বুধবার সকাল ১০টার দিকে আছিয়া আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়েন। জানা গেছে, আছিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। পরীক্ষার কারণে তাকে কিছুদিন আগে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছিল। স্থানীয়রা জানান, আনোয়ার মাস্টারের মেয়ে আছিয়া আক্তার ফরিদপুর মুসলিম মিশন কলেজের ছাত্রী ছিল। সে চলতি বছর এ কলেজ থেকেই এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। পিনাক-৬ লঞ্চডুবি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা সংবাদদাতা, ভাঙ্গা, ফরিদপুর, ৮ এপ্রিল ॥ ভাঙ্গা উপজেলায় বুধবার বিকেলে পদ্মায় বহুল আলোচিত পিনাক-৬ এম এল লঞ্চ ডুবিতে নিহত ২৭ পরিবারের মধ্যে (চেক) অর্থ প্রদান করা হয়েছে। গত বছরের ৪ আগস্ট পিনাক-৬ লঞ্চটি মুন্সীগঞ্জ জেলার পদ্মা নদীর লৌহজং চ্যানেলের কাছে ডুবে যায়। বুধবার ভাঙ্গা উপজেলা হলরুমে নিহতদের প্রত্যেক পরিবারকে এক লাখ পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি মজিবুর রহমান চৌধুরী (নিক্সন), কমডোর এম মোজাম্মেল হক প্রমুখ। ৭৩ চিকিৎসককে সংবর্ধনা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে নবনিযুক্ত ৩৩ বিএসএস’র ৭৩ চিকিৎসককে বুধবার সংবর্ধনা দেয়া হয়েছে। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সভাকক্ষের এই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল। জেলা বিএমএ এই সংবর্ধনায় আয়োজন করে। আয়োজক সংগঠনের সভাপতি ডা. আক্তার হোসেন বাপ্পির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। ডিজিটাল মেলা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৮ এপ্রিল ॥ রূপকল্প-২০২১ বাস্তবায়নে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসমূহকে ই-সেবা প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে বুধবার থেকে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই দিনব্যপী ডিজিটাল মেলা শুরু হয়েছে । প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোস্তারী কাদেরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ ড. আবদুর রহিম, ইউসুফ আলী প্রমুখ।
×