ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উৎপাদন বাড়াবে স্কয়ার টেক্সটাইল

প্রকাশিত: ০৪:১৩, ৯ এপ্রিল ২০১৫

উৎপাদন বাড়াবে স্কয়ার টেক্সটাইল

অর্থনৈতিক রিপোর্টার ॥ বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইলের পরিচালনা পর্ষদ সুতা উৎপাদনের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি বছরে ৪ হাজার ২৩২ টন সুতা উৎপাদন বাড়াবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার স্কয়ার টেক্সটাইলের পর্ষদ সভায় এই বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। জানা গেছে, কোম্পানির সুতা উৎপাদন বাড়াতে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি টাকা। এই প্রকল্পের কাজ ২০১৬ সালের এপ্রিলের মধ্যে শেষ হবে। কোম্পানিটি আশা করছে, নতুন প্রকল্পের মাধ্যমে বছরে ১১৯ কোটি টাকা টার্নওভার হবে। আর এই টাকা কোম্পানির মোট টার্নওভারের ১১ শতাংশ মুনাফায় অবদান রাখবে। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×