ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পর্ষদের অনুমতি ছাড়া ঋণ অবলোপন নয়

প্রকাশিত: ০৪:২৮, ৯ এপ্রিল ২০১৫

পর্ষদের অনুমতি ছাড়া ঋণ অবলোপন নয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ পরিচালনা পর্ষদের অনুমতি ছাড়া ঋণ অবলোপন করা যাবে না। শুধু তাই নয়, প্রতিষ্ঠানের পরিচালক ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তির ঋণ অবলোপনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। এছাড়া ৫০ হাজার টাকার উপরে ঋণ অবলোপনের আগে আদালতে মামলা দায়ের করাও বাধ্যতামূলক করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের ঋণ অবলোপন ও মওকুফ বিষয়ক একটি নীতিমালায় এমনই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ বিষয়ক সার্কুলার জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, কেবলমাত্র মন্দ বা ক্ষতি হিসেবে শ্রেণীকৃত এবং শতভাগ প্রভিশন সংরক্ষণ করা আছে এরূপ ঋণ অবলোপন করা যাবে। অবলোপনের জন্য নির্বাচিত ঋণ হিসাবের বিপরীতে আগে আইনগত ব্যবস্থা গৃহীত না হয়ে থাকলে অবলোপনের পূর্বে অবশ্যই আদালতে মামলা দায়ের করতে হবে। তবে ৫০ হাজার টাকা বা তার নিচের অঙ্কের ঋণ মামলা দায়ের ব্যতীত অবলোপন করা যাবে। এ ঋণের মামলা নিষ্পত্তি ত্বরান্বিত করা বা অবলোপনকৃত অর্থ আদায়ের জন্য আর্থিক প্রতিষ্ঠানসমূহ তৃতীয় কোন পক্ষকে নিয়োগ করতে পারবে।
×