ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ আনা নারীর আবেদন খারিজ

প্রকাশিত: ০৪:৩৩, ৯ এপ্রিল ২০১৫

এ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ আনা নারীর আবেদন খারিজ

অপ্রাপ্ত বয়সে ব্রিটেনের প্রিন্স এ্যান্ড্রুসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যৌন মিলনে বাধ্য করা হয়েছে বলে অভিযোগকারী এক নারী চলমান একটি মামলায় অংশ নিতে পারবেন না। মঙ্গলবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের ফেডারেল বিচারক কেনেথ মারা এই রুল জারি করেন। ব্রিটেনের প্রিন্স এ্যান্ড্রুসহ যুক্তরাষ্ট্রের প্রখ্যাত আইনজীবী এ্যালান ডেরশোয়িৎজ ও অন্যান্য ব্যক্তির সঙ্গে যৌন মিলনে বাধ্য করা হয়েছিল বলে আদালতের নথিপত্রে অভিযোগ রয়েছে ওই নারীর। তবে যে মামলার বিষয়ে আদালত ওই নারীর ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে সেটি ২০০৮ সালে দায়ের করা হয়েছিল। যৌন অপরাধের অভিযোগ ওঠা জেফরি এপস্টেইনের সঙ্গে সরকারী তদন্তকারী আইনজীবীদের মামলা না করার একটি চুক্তি নিষ্ফল করতে এই মামলা নথিবদ্ধ করা হয়। এই মামলায় আদালতের নথিপত্রে জেন ডো নম্বর-১ ও জেন ডো নম্বর-২ হিসেবে উল্লেখিত দুই নারী অভিযোগ করেছেন, এপস্টেইনের সঙ্গে চুক্তি করে অপরাধের বিচার পাওয়ার ক্ষেত্রে তাদের অধিকার হরণ করেছেন সরকারী তদন্তকারী আইনজীবীরা। -ওয়েবসাইট
×