ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ০৪:৩৭, ৯ এপ্রিল ২০১৫

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৭ এপ্রিল দৈনিক জনকণ্ঠের প্রথম পাতায় ‘ফাঁসির দড়ি প্রস্তুত’ শিরোনামে প্রকাশিত সংবাদের একটি অংশ দৃষ্টি আকর্ষণ করে প্রতিবাদ জানিয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। বুধবার সিনিয়র জেল সুপার মোঃ ফরমান আলীর স্বাক্ষরিত ওই প্রতিবাদলিপিতে বলা হয়, ওই সংবাদের দ্বিতীয় পৃষ্ঠায় চতুর্থ কলামে ‘পরিবারের সাক্ষাত সম্পন্ন’ উপ-শিরোনামে ‘কারা কর্তৃপক্ষের চিঠি পেয়ে কামারুজ্জামানের পরিবারের সদস্যরা সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে পৌঁছান। এদের মধ্যে ৫ জন বয়স্ক ও ৪টি শিশু। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন কামারুজ্জামানের স্ত্রী নুরুন্নাহার, দুই ছেলে হাসান ইকবাল ওয়ামি ও হাসান ইমাম ওয়াফি, মেয়ে আতিয়া নূর ও ভাগ্নি রোকসানা জেবিন। আগে থেকেই কারা ফটকে ছিলেন জামায়াতের একাধিক নেতা। সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে তারাসহ মোট ১৪ জন কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে কারাগারের ভেতরে ঢোকেন।’ ওই সংবাদে কামারুজ্জামানের পরিবারের সদস্যদের সঙ্গে জামায়াত নেতাদের ভেতরে প্রবেশের বিষয়ে যে বক্তব্য এসেছে তা সত্য নয় বলে দাবি করা হয়েছে কারা কর্তৃপক্ষের ওই প্রতিবাদলিপিতে।
×