ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে দুই উলফা নেতার যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৩৮, ৯ এপ্রিল ২০১৫

কিশোরগঞ্জে দুই  উলফা নেতার  যাবজ্জীবন  কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৮ এপ্রিল ॥ ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার দুজন নেতাকে বুধবার কিশোরগঞ্জের একটি আদালত যাবজ্জীবন কারাদ- প্রদান ও ২০ হাজার টাকা জরিমানা করেছে। মেজর রঞ্জন চৌধুরী ও প্রদীপ মারাক নামে তার এক সহযোগীকে এই দ- দেয়া হয়। রায় শোনার পর দুই উলফা নেতা আদালত প্রাঙ্গণে উত্তেজিত হয়ে ওঠেন বলে খবর পাওয়া গেছে। কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব উল ইসলাম বুধবার দুপুরে উলফা নেতা মেজর রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপ মারাককে অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমন আইনে যাবজ্জীবন কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ- প্রদান করেন। রায় শুনে সাজাপ্রাপ্ত আসামিরা আদালত প্রাঙ্গণে উত্তেজিত হয়ে পড়েন। এ সময় তারা মামলায় ন্যায়বিচার পাননি বলে চিৎকার করতে থাকেন। মামলার বিবরণে জানা যায়, ভারতের অসামের গৌরিপুরের মৃত মধুসুধন রায়ের ছেলে উলফা নেতা মেজর রঞ্জন চৌধুরী ও তার সহযোগী একই এলাকার মৃত অরুত সাংমার ছেলে প্রদীপ মারাক অবৈধভাবে অনুপ্রবেশ করে শেরপুরের জিনাইগাতি উপজেলার গজনী এলাকায় ঢুকে সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিলেন। ২০১০ সালের ১৭ জুলাই র্যাব-৯ কিশোরগঞ্জের ভৈরব ক্যাম্প গোপন সংবাদে ভৈরবের লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে ২টি পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪টি হাত বোমা ও বোমা তৈরির অন্যান্য সরঞ্জামসহ তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের মালামালসহ ভৈরব থানায় হস্তান্তর করা হয়। এরপর ভৈরব থানা পুলিশ বাদী হয়ে তাদের নামে অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাস দমন আইনে পৃথক ৪টি মামলা দায়ের করে। এসব মামলার মধ্যে বুধবার অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমন আইনের দুটি মামলায় আসমিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দ-াদেশ প্রদান করে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি শাহ আজিজুল হক রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র। বিচ্ছিন্নতাবাদীরা এ দেশের ভূ-খ- ব্যবহার করে ভারতকে অস্থিতিশীল করার কর্মকা-ে জড়িত ছিল। এই রায়ের ফলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও সুসংহত হবে।
×