ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৃতীয় দফায় ভারতের চাল আশুগঞ্জ বন্দরে

প্রকাশিত: ০৪:৪৪, ১০ এপ্রিল ২০১৫

তৃতীয় দফায় ভারতের চাল আশুগঞ্জ  বন্দরে

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৃতীয় দফা ভারতের খাদ্য সহায়তার চাল নৌ প্রটোকল চুক্তির আওতায় ৯৬৭ টন ভারতীয় চাল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এমভি সান মেরিনো নামে একটি জাহাজ চাল নিয়ে বন্দরে পৌঁছায়। গত ২৮ মার্চ কলকাতার ডায়মন্ড হারবার থেকে চালের এ চালান নিয়ে জাহাজটি আশুগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। এ চাল জাহাজ থেকে খালাস শেষে আজ শুক্রবার সকালে কাভার্ডভ্যানে সড়কপথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় নিয়ে যাওয়া হবে। বাংলাদেশ-ভারত উচ্চ পর্যায়ের বৈঠকে ১৯৭২ সালের নৌ প্রটোকল চুক্তির আওতায় বিনাশুল্কে বাংলাদেশের চার শ’ কিলোমিটার জলপথ, ৫০ কিলোমিটার সড়কপথ, আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে ২৫ হাজার টন খাদ্যপণ্য ভারতের ত্রিপুরায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী দরপত্রের মাধ্যমে বাংলাদেশের পরিবহন ঠিকাদারি প্রতিষ্ঠান আনবীজ এন্টারপ্রাইজ লিমিটেডকে পরিবহনের দায়িত্ব দেয়া হয়। এ প্রসঙ্গে আশুগঞ্জ নৌবন্দরের সহকারী পরিচালক সুব্রত সাহা জানান, এসব পণ্য পরিবহনে নৌ প্রটোকল চুক্তি অনুযায়ী শুধু বার্থিং চার্জ নেয়া হবে।
×