ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুুঁজিবাজারে সূচক নিম্নমুখী

প্রকাশিত: ০৪:৪৬, ১০ এপ্রিল ২০১৫

পুুঁজিবাজারে সূচক নিম্নমুখী

অর্থনৈতিক রিপোর্টার ॥ একদিনের সূচকের বৃদ্ধির পরে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটিই কমেছে। আগের দিনের ধারাবাহিকতায় লেনদেনের শুরু থেকে সূচকের উর্ধমুখী প্রবণতা ছিল। এরপরে আবারও সূচকের পতন ঘটে। এভাবে সারাদিন উত্থান-পতনের পরে সার্বিক সূচকটি সামান্য কমেছে। তবে উভয় বাজারেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা দেখা গেছে। দিনটিতে নতুন তালিকাভুক্ত আলোচিত কোম্পানি ইউনাইটেড পাওয়ারের শেয়ারের দর কমেছে। ফলে সার্বিকভাবে অন্য কোম্পানিগুলোতে কিছুটা ইতিবাচক প্রবণতা ফিরেছে। বিশেষ করে গত কিছুদিন ধরে দর হারাচ্ছিল এমন কোম্পানিগুলো দরবৃদ্ধির তালিকায় উঠে এসেছে। উল্লেখ্য, গত বুধবার সূচকের বড় পতনে লেনদেন শুরু হয়েছিল পুঁজিবাজারে। তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হস্তক্ষেপে সামান্য উত্থান হয়েছিল পুঁজিবাজারে। ওই দিন শীর্ষ ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো শেয়ার কেনায় সক্রিয় ছিল। বৃহস্পতিবার ডিএসইতে ৩৬৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা বা ১ শতাংশ কম। এই বাজারে লেনদেন হয়েছিল ৩৭১ কোটি ৪০ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর। বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৪৫ পয়েন্টে। তবে বেড়েছে ডিএসইএস বা শরিয়াহ্ সূচক। এই সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৭১ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মা, মবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, ইফাদ অটোস, শাশা ডেনিমস, গ্রামীণফোন লিমিটেড, সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেড এবং ফার্মা এইড। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ ইসলামী ইন্স্যুরেন্স, বিডি থাই, বিচ হ্যাচারী, অলটেক্স, ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্ট লিমিটেড, ন্যাশনাল হাউজিং, বে-লিজিং, মেট্রো স্পিনিং, রূপালী ব্যাংক ও প্যারামাউন্ট টেক্সটাইল। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড, নিটল ইন্স্যুরেন্স, ইউনাইটেড পাওয়ার, মেঘনা পেট, প্রাইম আইসিবি মিউচুয়াল ফান্ড, ইফাদ অটোস ও গ্লোবাল ইন্স্যুরেন্স। দিনটিতে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে সেখানে আগের দিনের চেয়ে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। সিএসইতে ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৯৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, শাশা ডেনিমস, ইফাদ অটোস, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, মবিল যমুনা বাংলাদেশ লিমিটেড, এসিআই, ইউনাইটেড এয়ার ও বেক্সিমকো।
×