ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কূটনীতিকদের টেনিস

প্রকাশিত: ০৫:৪৮, ১০ এপ্রিল ২০১৫

কূটনীতিকদের টেনিস

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আজ শুক্রবার থেকে রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে ‘ডিপ্লোমেট কাপ টেনিস প্রতিযোগিতা।’ এ আসরে পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক ও ফান টেনিস ইভেন্টসমূহ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নেবেন ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-দূতাবাসে কর্মরত কর্মকর্তারা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলো হলোÑ বাংলাদেশ, ভুটান, ডেনমার্ক, মিসর, ভারত, জাপান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, রাশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনাম। প্রতিযোগিতার খেলা নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত হবে। আজ সকাল ৯টায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। উদ্বোধনী দিনে সকাল ১০টা থেকে পুরুষ এককের খেলা শুরু হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার টেনিস ফেডারেশনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরসিদ আনোয়ার, টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ আলী দ্বীন, কোষাধ্যক্ষ খালেদ সালাহউদ্দিন ও টুর্নামেন্ট রেফারি আমেদ জিয়াউর রহমান।
×