ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেয়ার্নে রিবেরির প্রশংসা

প্রকাশিত: ০৫:৪৮, ১০ এপ্রিল ২০১৫

বেয়ার্নে রিবেরির প্রশংসা

স্পোর্টস রিপোর্টার ॥ জার্মান পরাশক্তি বেয়ার্ন মিউনিখে নাম লেখানোর পর থেকে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে তুলে ধরেছেন ফ্রাঙ্ক রিবেরি। ফরাসী এই উইঙ্গারকে অনেকেই বেয়ার্নের মেসি বলে থাকেন। স্বয়ং বাভারিয়ানরাই রিবেরিকে এ তকমা দিয়েছে। এক সাক্ষাতকারে বিষয়টি জানিয়েছেন রিবেরি নিজেই। স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার মেসি। কাতালানদের সবকিছুই তাকে ঘিরে আবতির্ত হয়। তেমনি জার্মান ক্লাব বেয়ার্ন মিউনিখেও একই অবস্থান রিবেরির। এ কারণেই ২০০৯ সালে তিনি যখন ক্লাব ছাড়ার চিন্তাভাবনা করছিলেন তখন তাকে বেয়ার্নের ‘মেসি’ বলে সম্বোধন করেছিল ক্লাব কর্তৃপক্ষ। ২০০৯ সালে বেয়ার্নের তৎকালীন কোচ লুইস ভ্যান গালের সঙ্গে সম্পর্ক ভাল যাচ্ছিল না রিবেরির। যে কারণে স্প্যানিশ ক্লাব রিয়ার মাদ্রিদে যাওয়ার জোর সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। শুধু রিয়ালই নয়, সে সময় রিবেরিকে পেতে যোগাযোগ করেছিল বার্সিলোনা, জুভেন্টাস, চেলসি ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো। কিন্তু না, শেষ পর্যন্ত যাওয়া হয়নি তার। কারণ বেয়ার্ন তাকে ছাড়তে রাজি হয়নি। এ প্রসঙ্গে সাক্ষাতকারে রিবেরি বলেন, আমি তখন ক্লাব ছাড়ার জন্য উন্মুখ হয়ে আছি। কিন্তু ওই সময় বেয়ার্নের কর্মকর্তারা আমাকে জানালেন কোথাও যাওয়া হচ্ছে না আমার। কারণ ক্লাবের জন্য আমি কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে তারা আমাকে বলেছিল, বেয়ার্নের জন্য আপনার বিকল্প কেউ নেই যেমন বার্সিলোনায় মেসি। মঙ্গলবার জন্মদিন পালন করা রিবেরি বেয়ার্নের হয়ে খেলেছেন ৩০০ ম্যাচ। ক্লাবটির হয়ে জিতেছেন ১৪ শিরোপা। ২০১৭ সাল পর্যন্ত বাভারিয়ানদের সঙ্গে চুক্তি আছে তার। মিউনিখের ক্লাবটিতে নাম লেখানোর পর থেকেই নিজেকে অপরিহার্য করেছেন রিবেরি। ফরাসী এই ফুটবলার এখন অপ্রতিরোধ্য বেয়ার্নের অন্যতম সেরা বিদেশী ফুটবলার। দলটির কোচ পেপ গার্ডিওলারও দাবি এমন। গার্ডিওলা যে অযৌক্তিক কিছু বলেননি সে প্রমাণ ধারাবাহিকভাবে রেখেছেন ফ্রান্স জাতীয় দল থেকে অবসর নেয়া রিবেরি। গত ডিসেম্বরে বেয়ার্নের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ‘১০০’ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। ২০০৭ সালে স্বদেশী ক্লাব অলিম্পিক মার্শেই থেকে বেয়ার্নে যোগ দেন রিবেরি। এরপর নিজেকে দলটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিণত করেন। ফ্রান্সের এই তারকা ফুটবলার গত ডিসেম্বরে বেয়ার্নের হয়ে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন। কার্যকরী এই ফুটবলারের প্রশংসায় প্রায়শই মেতে থাকতে দেখা যায় গার্ডিওলাকে। এক শ’ গোলের কীর্তির পর সাবেক বার্সা কোচ বলেছিলেন, রিবেরি বর্তমানে দুর্দান্ত খেলছে। প্রতি ম্যাচেই সে ধারাবাহিক ফুটবল খেলছে এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ পর্যন্ত বেয়ার্নে আসা বিদেশী ফুটবলারদের মধ্যে রিবেরি অন্যতম সেরা। রিবেরি আক্রমণভাগের পাশাপাশি রক্ষণে নেমেও খেলতে পারে।
×