ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুম্বাই হামলার হোতা লাখভিকে মুক্তি দিল পাকিস্তান, ভারতের ক্ষোভ

প্রকাশিত: ০৬:৩২, ১১ এপ্রিল ২০১৫

মুম্বাই হামলার হোতা লাখভিকে মুক্তি দিল পাকিস্তান, ভারতের ক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের লাহোরের একটি আদালত মুম্বাই হামলার পরিকল্পক হিসাবে পরিচিত জাকিউর রহমান লাখভিকে মুক্তির নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে জামিনে মুক্তি দেয়া হয় বলে শুক্রবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। তার মুক্তিতে ত্বরিত প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং একে ‘দুর্ভাগ্যজনক ও হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন। খবর এএফপির। লাহোরের আদালত ডিসেম্বরেই লাখভির জামিন মঞ্জুর করে। কিন্তু বিশেষ অধ্যাদেশের আওতায় তাকে আটক রাখা হয়েছিল। বৃহস্পতিবার লাহোরের ওই আদালত ২০ লাখ রুপীতে তার জামিন মঞ্জুর করে। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ২০০৮ সালের নবেম্বরে সন্ত্রাসী হামলায় জড়িত ৭ জনের মধ্যে লাখভি অন্যতম। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়।
×