ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের আইনে বিচার হচ্ছে, জাতিসংঘের প্রশ্ন তোলার সুযোগ নেই ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৬:৩৩, ১১ এপ্রিল ২০১৫

বাংলাদেশের আইনে বিচার হচ্ছে, জাতিসংঘের প্রশ্ন তোলার সুযোগ নেই ॥  নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১০ এপ্রিল ॥ যুদ্ধপরাধী জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির ব্যাপারে মানবাধিকার উইংয়ের কমিশনার প্রশ্ন তুলেছেন বিচার আন্তর্জাতিক মানের হয়নি। এ প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আমার দেশের বিচার দেশের আইনেই হবে। এ নিয়ে জাতিসংঘের প্রশ্ন তোলার কোন সুযোগ নেই। মানবাধিকার উইংয়ের এক কমিশনার প্রশ্ন তুলেছেন বিচার আন্তর্জাতিক মানের বিচার হইনি বলে তাঁদের অভিযোগ রয়েছে, কিন্তু উল্লেখ করেননি কী অভিযোগ রয়েছে। জাতিসংঘের কাছে যদি প্রশ্ন রাখা হয় ১৯৭১ সালে যারা এ দেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার তাহলে কিভাবে হবে? শুক্রবার সকালে মাদারীপুর শহরের পুরান বাজার গ্রোইনে নির্মিত পার্কের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌমন্ত্রী এ কথা বলেন। নৌমন্ত্রী আরও বলেন, এ দেশের বিচার আমাদের দেশের আইন অনুযায়ী হবে। বিএনপি বলেছে আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই, সেই বিচার আন্তর্জাতিক মানের হতে হবে। সেই বিচার যদি আন্তর্জাতিক মানের যদি না’ই হতো তাহলে বিএনপি তার বিরুদ্ধে কোন প্রতিবাদই করিনি। এ দেশের বিচার নিয়ে তো কেউ প্রশ্ন করেনি। এ দেশের বিচার এ দেশের আইন অনুযায়ী হবে, এটা নিয়ে কারও কোন প্রশ্ন করার সুযোগ নেই। সম্প্রতি, ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিয়ে নৌমন্ত্রী বলেন, ২০১২ সালে সড়ক দুর্ঘটনা হয়েছিল ৫ শতাধিক, সেখানে এ বছর দুর্ঘটনা নেমে এসেছে একশ’র নিচে। ফরিদপুর ও মাদারীপুরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বাঁক রয়েছে, যার ফলে সড়ক দুর্ঘটনা বেশি হচ্ছে। এই দুর্ঘটনা কমানোর জন্য বাঁকগুলো সোজা করা ও সেখানে ডিভাইডার দেবার জন্য একটি বরাদ্দ পাওয়া গেছে। দ্রুত এর কাজ শুরু হবে এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করলে দুর্ঘটনা কিছুটা হ্রাস পাবে বলে আশাবাদ ব্যক্ত করে নৌমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
×