ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিসরের ব্রাদারহুড নেতা বদিসহ ১৪ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৩:৪৭, ১২ এপ্রিল ২০১৫

মিসরের ব্রাদারহুড  নেতা বদিসহ ১৪  জনের মৃত্যুদণ্ড

মিসরের একটি আদালত শনিবার নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ বদিসহ ১১ জনের মৃত্যুদ- বহাল রেখে নতুন করে তিনজনের এই দ- দিয়েছে। এছাড়া আরও ৩৬ জনকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে। যাবজ্জীবনপ্রাপ্তদের মধ্যে একজন মিসরীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকও রয়েছেন। রাষ্ট্রের বিরুদ্ধে তৎপরতার চালানোর জন্য তাদের এই দ- দেয়া হয়েছে। দ-প্রাপ্তরা এই সাজার বিরুদ্ধে আপীল করতে পারবেন। খবর বিবিসি ও এএফপির। বদি ২০১০ সাল থেকে ব্রাদারহুডের নেতৃত্ব দিয়ে আসছিলেন। রাষ্ট্রদ্রোহিতামূলক কয়েকটি মামলায় চলতি বছর মার্চে তাকে মৃতুদ-সহ একাধিক দ- দেয়া হয়েছে। যাবজ্জীবনপ্রাপ্তদের মধ্যে মোহাম্মদ সুলতান নামে একজন মার্কিন-মিসরীয় আছেন। তিনি অনশন কর্মসূচীর মাধ্যমে ইতোমধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
×