ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১২ ঘণ্টায় ২১ লাখ স্মার্টফোন বিক্রি

প্রকাশিত: ০৪:২৭, ১২ এপ্রিল ২০১৫

১২ ঘণ্টায় ২১ লাখ স্মার্টফোন বিক্রি

অর্থনৈতিক রিপোর্টার ॥ মাত্র ১২ ঘণ্টায় ২১ লাখ ১০ হাজার স্মার্টফোন বিক্রি করে বিশ্ব রেকর্ড গড়েছে চীনের স্মার্টফোন কোম্পানি জিয়াওমি। সম্প্রতি টেকচার্চ এক প্রতিবেদনে জানিয়েছে, কোম্পানির ৫ম বর্ষপূর্তি উপলক্ষে এশিয়ার ৭টি দেশে ‘মি ফান’ উৎসবে মোট ৩৩৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে তারা। ওইদিন ২১ লাখ ১০ হাজার স্মার্টফোন বিক্রি করে কোম্পানিটি। একদিনে সবচেয়ে বেশি হ্যান্ডসেট বিক্রির রেকর্ড এটি। ওই উৎসবে জিয়াওমির ফোন ও অন্যান্য এ্যাক্সেসরিজের ওপর ছিল আকর্ষণীয় ছাড়। প্রতিবেদনে বলা হয়েছে, সেদিন কোম্পানিটি ৪ লাখ ৩ হাজার পাওয়ার ব্যাংক, ২ লাখ ৮ হাজার রিস্ট ব্যান্ড এবং ২ লাখ ৪৭ হাজার পাওয়াইর স্ট্রিপও বিক্রি করে। ১৮০০ বেশি সার্ভিস সেন্টারে মাধ্যমে এই বিক্রি হয়েছে।
×