ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আক্রান্ত আরও পাঁচ শ’

পটুয়াখালীর দশমিনায় বিষক্রিয়ায় ২শ’ হাঁসের মৃত্যু

প্রকাশিত: ০৪:২৯, ১২ এপ্রিল ২০১৫

পটুয়াখালীর দশমিনায়  বিষক্রিয়ায় ২শ’ হাঁসের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর দশমিনায় খাদ্যে বিষক্রিয়ায় অন্তত দু’শ’ দেশী হাঁসের মৃত্যু ঘটেছে। শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে এসব হাঁসের মৃত্যু হয়। আরও প্রায় পাঁচ শ’ হাঁস বিষাক্রান্ত। এসব হাঁস দশমিনার কালিরচরে চড়ানো হচ্ছিল। ধারণা করা হচ্ছে তরমুজ-মরিচসহ রবিশষ্য আবাদে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের প্রতিক্রিয়ায় এ ঘটনা ঘটেছে। হাঁসের মালিক দশমিনা সদরের মোঃ বেল্লাল হোসেন জানান, তিনি দীর্ঘদিন থেকে বাণিজ্যিক ভিত্তিতে নিজস্ব লোক রেখে তেঁতুলিয়া নদীর মোহনার কালিরচর গ্রামে দেশী হাঁস পালন করছেন। এসব হাঁস খালে বিলে চড়ানো হতো। হঠাৎ করে শুক্রবার বিকেল থেকে হাঁসের মৃত্যু শুরু হয়। স্থানীয় প্রাণিসম্পদ দফতরে মৃত হাঁস দেখানো হলে তারা বিষক্রিয়ার কারণ বলে জানিয়েছেন। অসুস্থ হাঁসগুলোর চিকিৎসাও শুরু হয়েছে। এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বাদল কৃষ্ণ হালদার জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে হাঁসের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষাক্রান্ত কম অসুস্থ হাঁসগুলো বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয়রা জানিয়েছে, রবিশষ্যের ক্ষেত থেকে কীটনাশক খাল বিলের পানিতে ছড়িয়ে পড়েছে। সে পানির কারণে এ ঘটনা ঘটেছে।
×