ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে অপহৃত শিক্ষক ১৮ দিনেও উদ্ধার হয়নি

প্রকাশিত: ০৪:৩০, ১২ এপ্রিল ২০১৫

মাদারীপুরে অপহৃত  শিক্ষক ১৮ দিনেও  উদ্ধার হয়নি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১১ এপ্রিল ॥ মাদারীপুরে শহিদুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় রাজৈর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নেয়ায় অপহৃতের মা মিমি বেগম বাদী হয়ে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে মামলা করেন। ঘটনার ১৮ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি অপহৃত শিক্ষক। অপহৃত শহিদুল রাজৈর উপজেলার বিদ্যানন্দি হোসেনপুর দাখিল মাদ্রাসার শিক্ষক এবং একই গ্রামের মৃত তাইজুল ইসলামের ছেলে। শনিবার পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মাদ্রাসার অনুষ্ঠান শেষ করে টেকেরহাটের বাসায় ফেরার পথে অপহরণের শিকার হন শহিদুল ইসলাম। এরপর থেকে ০১৯৫৭৮৩৯৪৭১ নম্বর মোবাইলে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে হুমকি দেয়া হচ্ছে অপহৃতর ভাই সাতবাড়ীয়া নূরে-মোহাম্মাদী দাখিল মাদ্রাসার খ- কালীন শিক্ষক মোঃ জাকারিয়ারকে।
×