ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:৩৩, ১২ এপ্রিল ২০১৫

নবম-দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩৮. গাড়ি চালনা শুর করার পূর্বেই ড্রাইভারকে সামনে দর্পণ দুটি যথাযথভাবে স্থাপন করতে হয়- র. সামনে সঠিকভাবে দেখার জন্য রর. পিছনে সঠিকভাবে দেখার জন্য ররর. দুপাশ সঠিকভাবে দেখার জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৯. সুষম খাদ্য গঠনে ে কানটি অত্যাবশ্যকীয় নয়? ক) আমিষ খ) চর্বি গ) ভাত ঘ) শর্করা ৪০. হৃদপিন্ডের অ্যাট্রিয়াম অথবা ে ভন্ট্রেকলের সংকোচন ক্ষমতা ে লাপকে কী বলা হয়? ক) হার্ট ব্লক খ) হার্ট অ্যাটাক গ) হার্ট ফেলিউর ঘ) হার্ট উইক ৪১. প্লাটিপাস- র. এর দেহ লোমে ঢাকা রর. ডিম পাড়ে ররর. শাবককে স্তন্য পান করায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪২. আলো সরলপথে চলে কোন মাধ্যমে? ক) স্বচ্ছ ও সমসত্ত্ব মাধ্যমে খ) অস্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে গ) স্বচ্ছ ও অসমসত্ব মাধ্যমে ঘ) অস্বচ্ছ ও সমসত্ব মাধ্যমে ৪৩. পাট গাছ কেটে একসাথে জড়ো করে ৫-৮ দিন মাঠে রাখা হয় কেন? ক) পাট পচানোর জন্য খ) আঁশ ছাড়ানোর জন্য গ) পাতা ঝরানোর জন্য ঘ) পাট শুকানোর জন্য ৪৪. খাওয়ার পর আমাদের মুখে ে কান অবস্থার সৃষ্টি হয়? ক) ক্ষারীয় খ) এসিডীয় গ) নিরপেক্ষ ঘ) কোনটি নয় ৪৫. খাদ্যের সহায়ক উপাদান হচ্ছে- র. প্রোটিন রর. খনিজ লবণ ররর. ফ্যাট নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৬. এসিডধর্মী খাদ্য কোনটি? ক) গাজর খ) ব্রকলি গ) মাখন ঘ) অ্যাসপারাগাস ৪৭. কোন উদ্ভিদগুলো পানি ও মাটি উভয় জায়গাতেই জন্মায়? ক) কচুরিপানা, ওড়িপানা খ) হেলেঞ্চা, কেশরদাম গ) সিংগারা, পদ্ম ঘ) টোপাপানা, হাইড্রিলা ৪৮. রাফেজ হচ্ছে শস্যদানা, ফল, সবজির অপাচ্য তন্তুময় অংশ। এর ক্ষেত্রে কোনটি সঠিক? ক) দেহে চর্বির পরিমাণ বৃদ্ধি করে খ) স্থূলতা বৃদ্ধি করে গ) ক্ষুধার প্রবণতা বাড়ায় ঘ) হৃদরোগ প্রতিরোধ করে উদ্দীপকটি পড় এবং প্রশ্ন দুইটির উত্তর দাও: শীতের ছুটিতে রকিব একটি ঘূর্ণিঝড় প্রবল এলাকায় ঘুরতে গেল। সেখানে সে মানুষকে ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি সম্পর্কে করণীয় বিষয় সম্পর্কে জানতে ে চষ্টা করল। সে মানুষকে ঘূর্ণিঝড়ের সময় এবং পরবর্তী সময়ে করণীয় বিষয় সম্পর্কে সচেতন করে তুলল। ৪৯. রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? ক) ডা. কার্ল ল্যান্ডস্টেইনার খ) গ্রেগর জোহান মেন্ডেল গ) স্ট্রাচবুর্গার ঘ) রবার্ট ব্রাউন ৫০. লোনা পানির ইংরেজি ে কানটি? ক) গড়ৎরহব ডধঃবৎ খ) গরৎরহব ডধঃবৎ গ) ঝধষরহব ডধঃবৎ ঘ) গৎিরহব ডধঃবৎ সঠিক উত্তর: ১. (ক) ২. (গ) ৩. (ক) ৪. (ক) ৫. (ক) ৬. (গ) ৭. (গ) ৮. (খ) ৯. (ঘ) ১০. (খ) ১১. (ক) ১২. (গ) ১৩. (ঘ) ১৪. (ক) ১৫. (গ) ১৬. (খ) ১৭. (খ) ১৮. (গ) ১৯. (গ) ২০. (খ) ২১. (ক) ২২. (গ) ২৩. (গ) ২৪. (ক) ২৫. (খ) ২৬. (গ) ২৭. (গ) ২৮. (খ) ২৯. (ঘ) ৩০. (খ) ৩১. (গ) ৩২. (ক) ৩৩. (ঘ) ৩৪. (খ) ৩৫. (খ) ৩৬. (ঘ) ৩৭. (ঘ) ৩৮. (গ) ৩৯. (গ) ৪০. (গ) ৪১. (ঘ) ৪২. (ক) ৪৩. (গ) ৪৪. (খ) ৪৫. (খ) ৪৬. (গ) ৪৭. (খ) ৪৮. (ঘ) ৪৯. (ক) ৫০. (গ)
×