ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিল্লী-রাজস্থান, মুম্বাই-পাঞ্জাব ম্যাচ আজ

প্রকাশিত: ০৪:৪২, ১২ এপ্রিল ২০১৫

দিল্লী-রাজস্থান, মুম্বাই-পাঞ্জাব ম্যাচ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলে আজ রয়েছে দুটি খেলা। দিল্লীর ফিরোজ শাহ কোটলায় দিনের প্রথম ম্যাচে স্বাগতিক দিল্লী ডেয়ারডেভিলসের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। অপর ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। প্রত্যেক দলই আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। উদ্বোধনী দিনে কলকাতা নাইটরাইডার্সের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে মাথা নোয়ায় মুম্বাই। আর দ্বিতীয় দিনে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে চেন্নাই সুপার কিংসের কাছে হারে দিল্লী ডেয়ারডেভিলস। শুক্রবার তৃতীয় দিন পাঞ্জাবের বিপক্ষে ২৬ রানের জয় পায় রাজস্থান। সে অর্থে স্টিভেন স্মিথের দল আজ মানসিকভাবে উজ্জীবিত হয়ে মাঠে নামবে। ব্যাটিংয়ে ৩৩ বলে ৪৬ ও বল হাতে ৩ উইকেট নিয়ে সেদিনে রাজস্থানের জয়ের নায়ক ছিলেন বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার সাফল্যের রূপকার জেমস ফকনার। স্মিথ-ফকনার ছাড়া বলিউড নায়িকা শিল্পা শেঠীর মালিকানাধীন দলটিতে বিদেশী তারকাদের মধ্যে কিউই পেসার টিম সাউদি উল্লেখযোগ্য, আছেন প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিস। নিয়মিত অধিনায়ক শেন ওয়াটসন অবশ্য এখনও দলের সঙ্গে যোগ দেননি। সে অর্থে রাজস্থানের মূল ভরসা হবেন স্থানীয়রাই। যেখানে দেখা যাবে ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে, সানজু স্যামসন, স্টুয়ার্ট বিনিদের। বল হাতে সাউদি-মরিসদের সহযোগিতা করবেন প্রভীন তাম্বে ও বিনিরা। সবচেয়ে বড় বিষয় রাজস্থানের মেন্টর হিসেবে আছেন সাবেক ভারতীয় গ্রেট রাহুল দ্রাবিড়। অন্যদিকে জেপি ডুমিনির নেতৃত্বাধীন দিল্লী ডেয়ারডেভিলস ঢের তারকাসমৃদ্ধ। যেখানে স্থানীয়দের মধ্যে বড় নাম যুবরাজ সিং। অমিত মিশ্র, জহির খান, মনোজ তিওয়ারি, মোহাম্মদ সামির মতো পারফরমার আছেন লাইনআপে। ভিনদেশী পারফরমারদের মধ্যে ডুমিনি পাচ্ছেন এ্যাঞ্জেলো ম্যাথুস, ইমরান তাহির, কুইন্টন ডিককদের। একজনের নাম আলাদা করে না বলেলই নয়, তিনি এ্যালবি মরকেল। যিনি ৫৫ বলে অপরাজিত ৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে চেন্নাইর বিপক্ষে প্রায় জিতিয়ে দিচ্ছিলেন! রাতে মুম্বাই-পাঞ্জাব ম্যাচটিও হতে পারে জমজমাট। মুম্বাই এমনিতে তারকাখচিত দল। যদিও প্রথম ম্যাচে কলকাতার কাছে বড় ব্যবধানে হারতে হয় তাদের। গ্রেট শচীন টেন্ডুলকরের ছায়াধন্য মুম্বাইয়ের নেতৃত্বে রোহিত শর্মা। ওই ম্যাচে ৬৫ বলে অপরাজিত ৯৮ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। রোহিত সঙ্গী হিসেবে পাচ্ছেন এ্যারন ফিঞ্চ, কোরি এ্যান্ডারসন, কাইরেন পোলার্ড, লাসিথ মালিঙ্গাদের। স্থানীয়দের মধ্যে হরভজন সিং, প্রজ্ঞান ওঝা, জাসপ্রিত বুমরার নাম উল্লেখ্য। লাইনআপে আছেন পার্থিব প্যাটেল, আমবাতি রাইডু, বিনয় কুমার, মিচেল ম্যাকক্লেনঘান। প্রতিপক্ষ গ্ল্যামার গার্ল প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাবের নেতৃত্বে অসি তারকা জর্জ বেইলি। ভিনদেশীদের মধ্যে ডেভিড মিলার, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল জনসন, থিসারা পেরেরা উল্লেখ্য। স্থানীয়দের মধ্যে দৃশ্যপট বদলে দেয়ার সামর্থ্য রাখেন বিরেন্দর শেবাগ, মুরলি বিজয়, ঋদ্ধিমান সাহা, অক্ষর প্যাটেলরা। যদিও ব্যাট হাতে শেবাগের আসরে শুরুটা অত্যন্ত বাজে। রাজস্থানের বিপক্ষে ম্যাচে শূন্য রানে সাজঘরে ফেরেন এক সময়ের ভারত জাতীয় দলের দাপুটে এই ওপেনার। ১৬২ রানের জবাবে ১৩৬-এ থেমে যাওয়া পাঞ্জাব হারে বড় ব্যবধানে। প্রথম জয় পেতে বেইলি-শেবাগরা আজ মরিয়া চেষ্টাই করবেন।
×