ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিচি বেনোর মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব

প্রকাশিত: ০৪:৪৪, ১২ এপ্রিল ২০১৫

রিচি বেনোর মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব

স্পোর্টস রিপোর্টার ॥ অসি কিংবদন্তি রিচি বেনোর মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। সাবেক থেকে বর্তমান, ক্রীড়া সংশ্লিষ্ট মানুষ, সরকার-প্রশাসন, অস্ট্রেলিয়া মিডিয়াজুড়ে কেবলই রিচির প্রতি শ্রদ্ধা, শোক-আবেগ আর ভালবাসা। শচীন টেন্ডুলকর, ওয়াসিম আকরাম, হালের রস টেইলর, অজিঙ্কা রাহানে সবাই শ্রদ্ধাবনতদৃষ্টে স্মরণ করছেন তাঁকে। এক কথায় সব ছাপিয়ে ক্রিকেট বিশ্ব এখন শোকে মুহ্যমান। স্মরণ ও আত্মার শান্তি কামনায় চলছে বাণী-বর্ষণ। ৯ এপ্রিল ৮৪ বছর বয়সে সিডনির বাসভবনে মৃত্যুবরণ করেন রিচার্ড বেনো, সংক্ষেপে যিনি রিচি বেনো নামেই পরিচিত। পরিচিত ‘ভয়েস অব ক্রিকেট’ নামেও। কিংবদন্তি শচীন টেন্ডুলকর বলেন, ‘রিচি অসাধারণ এক ব্যক্তিত্বের নাম। সব সময় ছিলেন উষ্ণ এবং উৎসাহী মানুষ। ক্রিকেটের প্রতি ছিল অগাধ পা-িত্য। একবার শারজায় ওর সঙ্গে আমার লেগস্পিন নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে শেন ওয়ার্নরাও ছিল। সেই দিনটির কথা কখনও ভূলব না। গত বছরও কথা হয়েছিল, তখন শরীর ভাল ছিল না, কিন্তু বুঝেছি, উৎসাহে ভাটা পড়েনি। ওর চলে যাওয়া ক্রিকেটের জন্য বড় ক্ষতি, যা পূরণ হওয়ার নয়। আমি রিচির আত্মার শান্তি কামনা করছি। ওর পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা।’ সাবেক ইংলিশ ক্রিকেটার জিওফ্রে বয়কট বলেন, ‘বিদায় রিচি বেনো। চমৎকার ক্রিকেটার, মহান অধিনায়ক, অসাধারণ ধারাভাষ্যকার এবং দুর্দান্ত এক মানুষ। সবসময় মনে রাখব, গুণমুগ্ধ থাকব।’ মুখ বন্ধ করে থাকতে পারেননি বিষেন সিং বেদীও। সাবেক ভারতীয় ক্রিকেটার বলেন,‘বেনো আসলে সময়ের থেকে এগিয়ে থাকা এক মানুষ। অস্ট্রেলিয়ার হয়ে নেতৃত্ব দেয়ার সময় অধিনায়ক হিসেবে মানসিকতার ভিন্ন মাত্রা যোগ করেছিল সে। রিচি নেই, ক্রিকেট দরিদ্র হলো। ১৯৬০-৬১ সিরিজে রিচি বেনো ও ফ্র্যাঙ্ক ওরেল ক্রিকেটকে নতুন মাত্রা দিয়েছিলেন। দু’জনই ছিলেন ব্যতিক্রম অধিনায়ক, যা ক্রিকেটকে পরের ধাপে এগিয়ে নিতে সাহায্য করেছিল। টেল অব টু স্টেটসÑ বেনো ক্রিকেট সাহিত্যে অমর হয়ে থাকবে।’ পাকিস্তানী লিজেন্ড ওয়াসিম আকরামের মূল্যায়ন, ‘ভয়েস অব ক্রিকেটÑ বেনো ছিল বড় মাপের মানুষ। আমাদের সমৃদ্ধ করেছেন, তাঁকে খুব মিস করব।’ বর্তমান অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক মাইকেল ক্লার্ক, ‘অস্ট্রেলিয়া ক্রিকেটের জন্য অত্যন্ত দুঃখের দিন। দূর্দান্ত এক মানুষ ছিলেন বেনো।’ ক্লার্কের পূর্বসূরি পেস তারকা গ্লেন ম্যাকগ্রা বলেন, ‘বেনো ছিলেন ক্রিকেট মাঠ ও কমেন্ট্র বক্সের একজন অবিসংবাদিত কিংবদন্তি। খবরটা শুনে খারাপ লাগছে। আমরা সত্যিকারের একজন অসি আইকনকে হারালাম। এই তো ফিল হিউজের মৃত্যুতেও মর্মস্পর্শী ভাষণ দিয়ে বুঝিয়ে দিয়েছিল, কী বড় মাপের মানুষ সে।’ সাবেক গতির ঝড় ব্রেট লির মতে, ‘আমরা ক্রিকেটের সত্যিকারের এক কিবদন্তিকে হারালাম।’ দলটির বর্তমান মারকাটারি উইলোবাজ ডেভিড ওয়ার্নারও শোকাতুর। তিনি বলেন, ‘রিচি নেই, খবরটা শুনেই খুব খারাপ লাগছে। দুর্দান্ত ক্রিকেটারের চেয়ে বড় মাপের মানুষ ছিল সে।’ ওয়ার্নারদের কোচ ও সাবেক ক্রিকেটার ড্যারেন লেহম্যানের বক্তব্য, ‘অস্ট্রেলিয়া ক্রিকেটে বেনোর নাম চির অম্লান হয়ে থাকবে। আমরা ওর শোকাতুর পরিবারের পাশে আছি।’ সাবেক পাকিস্তানী ঘূর্ণি তারকা সাকলাইন মুস্তাকের মূল্যায়ন, বেনো লেগস্পিনের ধারণাটাই পাল্টে দিয়েছিল।
×