ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এক নজরে মামলা

প্রকাশিত: ০৫:৪৪, ১২ এপ্রিল ২০১৫

এক নজরে মামলা

২১-৭-২০১০ : তদন্ত শুরু। ২৯-৭-২০১০ : ধর্মীয় অনুভূতিতে আঘাতের দরুন গ্রেফতার ২-৮-২০১০ : ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানো হয়। ৩০-১০-২০১১ : তদন্ত কর্মকর্তার প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন দাখিল। ৫-১২-২০১১ : ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল। ২৬-১২-২০১১ : ট্রাইব্যুনাল তদন্তের জন্য আবার প্রসিকিউশনে ফেরত ১২-১-২০১২ : পুনর্বার অভিযোগে দাখিলের আবেদন। ১৫-১-২০১২ : সুবিন্যস্ত করে ফরমাল চার্জ দাখিল। ১৬-৪-২০১২ : ট্রাইব্যুনাল-১ থেকে ২-এ স্থানান্তর। ২৫-৪-২০১২ : ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম শুরু। ৪-৬-২০১২ : হত্যা, গণহত্যা, নির্যাতন, দেশত্যাগে বাধ্য করাসহ ৭টি অভিযোগ গঠন। ২-৭-২০১২ : সাক্ষ্য গ্রহণ শুরু। ১৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন ২৪-৩-২০১৩ : প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্ক শুরু। ৩১-৩-২০১৩ : প্রসিকিউশন পক্ষের যুক্তিতর্ক শেষ। ২-৪-২০১৩ : আসামি পক্ষের যুক্তিতর্ক শুরু। ১৫-৪-২০১৩ : আসামি পক্ষের যুক্তিতর্ক সমাপ্ত। ১৬-৪-২০১৩ : প্রসিকিউশন পক্ষের পাল্টা যুক্তি। সিএভি ঘোষণা, যে কোন দিন রায়। ৯-৫-২০১৩ : ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-ের আদেশ। ৬-৬-২০১৩ : কামারুজ্জামানের আপীল দায়ের। ৩-১১-২০১৪ : আপীল বিভাগে মৃত্যুদ- বহাল। ১৮-২-২০১৫ : আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। ১৯-২-২০১৫ : ট্রাইব্যুনাল-২ কর্তৃক মৃত্যু পরোয়ানা জারি। ৫-৩-২০১৫ : আসামি পক্ষে রিভিউ আবেদন। ৬-৪-২০১৫ : রিভিউ আবেদন খারিজ। ৮-৪-২০১৫ : রিভিউর পূর্ণাঙ্গ রায় প্রকাশ।
×