ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামালপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

প্রকাশিত: ০৬:২৪, ১৩ এপ্রিল ২০১৫

জামালপুরে প্রকল্প  বাস্তবায়ন কর্মকর্তার  বিরুদ্ধে তদন্ত শুরু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১২ এপ্রিল ॥ জামালপুর সদর উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচীর আওতায় কাবিখা, কাবিটা ও টিআর-এর বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মোঃ আলতাফ হোসেনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের ৩ সদস্যের একটি তদন্ত টিম গত দুই দিন যাবৎ তদন্ত করছে। জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে, ২০১৩-১৪ অর্থবছরে ১৫ জুন তারিখের সাবেক ভূমি প্রতিমন্ত্রী রেজাউল করিম হীরার নামে ৫১.০০.০০০০.৪২২.১৪.০০৬.১৪ (অংশ-৩)-৯৭ নং স্মারকের টিআর কর্মসূচীর আওতায় ৩শ’ মেট্রিক টন চাল, মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির নামে ৫১.০০.০০০০.৪৪২.১৪.১১৪.১৩-৫৩৮ নং স্মারকে ১শ’ মেট্রিক টন গম ও সাবেক মহিলা সংসদ সদস্য তহুরা আলীর নামে ৪০ মেট্রিক টন গম বরাদ্দ দেয়া হয়। একই অর্থবছরের কাবিটা বিশেষ খাতে ৫০ লাখ ৬২ হাজার ৫শ’ টাকা বরাদ্দ দেয়া হয় রাস্তা উন্নয়নের জন্য। এছাড়াও ২০১৩-১৪ অর্থবছরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে কাবিখা বিশেষ ও সাধারণ বরাদ্দ কয়েক শ’ মেট্রিক টন চাল ও গম বরাদ্দ দেয়া হয়। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দকৃত টিআর, কাবিখা ও কাবিটা আওতায় গৃহীত প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন না করায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলতায় হোসেন বিরুদ্ধে সংশ্লিষ্ট দফতরের অভিযোগ এবং বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এই তদন্ত কমিটির প্রধান হলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপ-পরিচালক মোঃ আব্দুল মালেক। সদস্য যথাক্রমে সহকারী পরিচালক মোর্শেদ ইকবাল ও সহকারী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান।
×