ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর পাইলিং হ্যামার বাংলাদেশের পথে

প্রকাশিত: ০৬:২৬, ১৩ এপ্রিল ২০১৫

পদ্মা সেতুর পাইলিং হ্যামার বাংলাদেশের পথে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জার্মানিতে নির্মিত পদ্মা বহুমুখী সেতুর তিন হাজার টন চাপের মূল হ্যামারটি এখন বাংলাদেশের পথে। নির্ধারিত সময়ের ৪৫ দিন আগে এটি মে মাসের মাঝামাঝি বাংলাদেশে পৌঁছবে। সেতু বিভাগ সূত্রে জানা যায়, পদ্মা সেতুর মূল পাইল ড্রাইভ হ্যামারটি নির্মাণ কাজ মার্চ মাসে শেষে হয়েছে। জার্মানির ‘মাংচ’ কোম্পানি এটি নির্মাণ করেছে। ৩ এপ্রিল এটি বাংলাদেশের উদ্দেশে শিপমেন্ট করা হয়েছে। ১০ এপ্রিল হ্যামার বহনকারী জাহাজ জার্মানি থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। আগামী মাসের ১৬ মে নাগাদ এটি বাংলাদেশের মংলা সমুদ্র বন্দরে পৌঁছার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী ৩ জুন হ্যামারটি বুঝিয়ে দেবার কথা ছিল। মাওয়ার কাছে পদ্মায় গত ২০ মার্চ ট্রায়াল পাইল স্থাপন শুরু হয়। এর আগে ১৬টি এ্যাংকর পাইল স্থাপন সম্পন্ন হওয়ার ট্রায়াল পাইল স্থাপন কাজ শুরু হয়েছে। ২নং টেস্ট পাইলিংয়ের কাজ এখন চলছে। দ্রুতই এ কাজ শেষ হবে। এ কাজের পাশাপাশি শুরু হবে মূল পাইল বসানোর কাজ। যা জার্মানির তৈরি ওই তিন হাজার টন চাপের হ্যামার দিয়ে পাইলিং করা হবে।
×