ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রিটেনে মাত্র ৩০ শতাংশ লোক ধার্মিক

প্রকাশিত: ০৪:০৮, ১৪ এপ্রিল ২০১৫

ব্রিটেনে মাত্র ৩০ শতাংশ লোক  ধার্মিক

বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ লোক ধর্মে বিশ্বাসী। এশিয়ার দেশ থাইল্যান্ডে ৯৪ শতাংশ এবং আর্মেনিয়া, বাংলাদেশ, জর্জিয়া ও মরোক্কোর ৯৩ শতাংশ লোক নিজেদের ধার্মিক মনে করে। সুই্জারল্যান্ডভিত্তিক উইন/ গ্যালপ ইন্টারন্যাশনালের করা নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর গার্ডিয়ানের। বিশ্বের ৬৫টি দেশে প্রতি এক হাজার জন করে ৬৩ হাজার ৮৯৮ জনের ওপর গত বছরের শেষের দিকে এ জরিপ পরিচালনা করা হয়। এতে দেখা গেছে, ব্রিটেন তালিকার শেষের দিক থেকে ছয় নম্বর অবস্থানে আছে। দেশটির ৩০ শতাংশ মানুষ নিজেদের ধার্মিক এবং ৫৩ শতাংশ মানুষ বলেছেন তারা ধার্মিক নন। আর মাত্র ১৩ শতাংশ মানুষ বলেছে, তারা নাস্তিক। এই তালিকার সবার নিচে আছে কমিউনিস্ট দেশ চীন। দেশটির মাত্র ছয় শতাংশ লোক ধার্মিক এবং ৬১ শতাংশ লোক নিজেদের নাস্তিক মনে করে। জাপানে ১৩ শতাংশ, সুইডেনে ১৯ শতাংশ, চেক রিপাবলিকে ২৩ শতাংশ এবং নেদারল্যান্ডস ও হংকংয়ে ২৬ শতংশ লোক ধার্মিক। জরিপে আরও দেখা গেছে, অন্যান্য বয়সের চেয়ে ৩৪ বছর বয়সের কম মানুষরা বেশি ধার্মিক এবং এদের কারও আনুষ্ঠানিক শিক্ষা নেই।
×